করাচি: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ (Asia Cup 2025) । আর মাত্র ১০ দিন পরেই শুরু হয়ে যাবে টুর্নামেন্ট । এশিয়া কাপে ফেভারিট কারা? কোন দলের মাথায় উঠবে মুকুট? পূর্বাভাস করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ।
এশিয়া কাপের (Asia Cup 2025) দামামা বেজে গিয়েছে । এশীয় ক্রিকেটের এই মহাকুম্ভ শুরু হতে আর প্রায় ১০ দিন বাকি । ২০২৫ সালের এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । আবু ধাবি এবং দুবাইতে খেলাগুলি হবে । এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন । তিনি জানিয়েছেন যে, ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনাল কোন দুটি দলের মধ্যে খেলা হবে ।
দানিশ কানেরিয়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন যে, এশিয়া কাপে এবার বড় ধরনের অদলবদল দেখা যাবে । তিনি বলেন, "এবার ফাইনাল ভারত এবং আফগানিস্তানের মধ্যে খেলা হতে পারে । এবারের টুর্নামেন্ট টি-২০ ফর্ম্যাটে হবে এবং আফগানিস্তান দল যেভাবে টি-২০ ক্রিকেট খেলছে, তা দেখে মনে হচ্ছে ওরা ফাইনালে পৌঁছবে ।"
'পাকিস্তানের সামনে আফগানিস্তান একটি বড় চ্যালেঞ্জ হবে'
পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া বলেছেন, "ভারত খুবই শক্তিশালী দল । ওরা ফাইনালে পৌঁছবে । অন্যদিকে, আফগানিস্তান দল বাকি দলগুলোকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং ফাইনালে প্রবেশ করবে । আমি মনে করি পাকিস্তানের জন্য আফগানিস্তান একটি বড় চ্যালেঞ্জ হবে ।"
ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতবে?
দানিশ কানেরিয়া ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন । তিনি বলেন, "আমার বিশ্বাস, এই ম্যাচে ভারতীয় দল পাকিস্তানকে সহজেই হারিয়ে দেবে । ভারতীয় দলে এই মুহূর্তে একের পর এক তারকা খেলোয়াড় রয়েছে । এই দল খেতাব জয়ের দাবিদার ।"
ভারত-পাকিস্তান এর ৩টি ম্যাচ সম্ভব
২০২৫ এশিয়া কাপে সবার প্রথমে ভারত ও পাকিস্তানের মধ্যে লিগ পর্যায়ে ১৪ সেপ্টেম্বর ম্যাচ খেলা হবে । এরপর উভয় দল ২১ সেপ্টেম্বর সুপার ফোর রাউন্ডে মুখোমুখি হবে । এরপর যদি উভয় দল ফাইনালে প্রবেশ করে, তাহলে ২৮ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে । এইভাবে, ২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তান এর মধ্যে সর্বোচ্চ ৩টি ম্যাচ হওয়া সম্ভব ।