করাচি: এশিয়া কাপের মহারণে পাকিস্তান না ভারত কে এগিয়ে? প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া তো বলেই দিচ্ছেন যে কোনও প্রতিদ্বন্দ্বীতাই হবে না ভারতের সঙ্গে। টিম ইন্ডিয়া না কি অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। আর একপেশে লড়াই হবে বলেই এই ম্য়াচের উত্তাপ এখন অনেক কমে গিয়েছে। আগের মত ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে সেভাবে আর উত্তেজনা দেখা যায় না।

সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ''এটা সত্যিই ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা। ভারতীয় দল লেজেন্ডস লিগের ম্য়াচও খেলেনি। পাকিস্তান ক্রিকেটের মানও এখন অনেক পড়ে গিয়েছে। আগের মত আর নেই। তার জন্যই এখন আর ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে অত উত্তাপ দেখা যায় না।''

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে প্রাক্তন পাক স্পিনার বলেন, ''পাকিস্তান ক্রিকেট দল ছোট ছোট দলের বিরুদ্ধেও হেরেছে। প্রতিনিয়ত স্কোয়াডে অনেক বদল আনা হয় বারবার। পাক দলে এই মুহূর্তে বাবর আজম, রিজওয়ানের মত প্লেয়াররা নেই। কোনও তারকা প্লেয়ার নেই। বেশিরভাগই নতুন মুখ। উল্টোদিকে ভারত অনেক ভারসাম্যযুক্ত দল। ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই তারকা প্লেয়াদের ছড়াছড়ি।''

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারত ও পাকিস্তান মোট ১৩ বার আমনে সামনে হয়েছে। তার মধ্যে ভারতীয় দল ৯-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে। পাকিস্তান যে তিনটি জয় ছিনিয়ে নিয়েছে, তার মধ্য়ে একটি জয় এসেছিল এশিয়া কাপের মঞ্চে ২০২২ সালে দুবাইয়ে এই মাঠেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার কুড়ির ফর্ম্য়াটে দুটো দল মুখোমুখি হয়েছিল। সেবার ৬ রানে জিতেছিল ভারত। ম্য়াচ বল হাতে দাপট দেখিয়েছিলেন বুমরা। 

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচের আগেই ভারতীয় দলকে শুভেচ্চাবার্তা পাঠালেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ''ভারতীয় দল পাকিস্তানের থেকে অনেক অনেক এগিয়ে। আমি নিশ্চিত ভারত এই ম্য়াচে হেসেখেলে জিতে যাবে। এই ভারতীয় দলটার ভারসাম্যটা দারুণ। আমার শুভেচ্ছা রইল ওঁদের জন্য।'' বিরাট কোহলি কুড়ির ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপে খেলছেন না। তাঁকে ফের জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে আগামী অস্ট্রেলিয়া সফরে। তার প্রস্তুতি এরমধ্যে কোহলি শুরু করে দিয়েছেন লন্ডনেই। সেখানের অনুশীলনের একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।