মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের ব্য়বহারে ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে গ্রুপের ম্য়াচে টসের সময় পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। এমনকী ম্য়াচের পরও পাকিস্তানের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ড্রেসিংরুমে ঢুকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন তাঁরা। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ম্য়াচ রেফারি অ্য়ান্ডি পাইক্রফটের অপসারণের দাবিও তুলেছিল পিসিবি। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন আম্পায়ার অনিল চৌধুরী। 

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে অনিল চৌধুরী বলেন, ''প্রতিপক্ষ ম্যাচ হারলে জয়ী দলের প্লেয়ারদের এই হ্যান্ডশেকটা সৌজন্যমূলক হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বে। কিন্তু আমি যতটা জানি আইসিসির কোনও রুলবুকে এই করমর্দনের নিয়ম নেই। সেই হ্য়ান্ডশেক করা নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে, তা ১৫-২০ বছর আগেই শুরু হয়েছিল। কিন্তু আমার মনে হয় না, এটা এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে।''

এশিয়া কাপে গ্রুপের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সেদিনের ম্য়াচ আয়োজন নিয়েই প্রথমে বিস্তর জলঘোলা হয়েছিল। গত এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ২৬ জনের প্রতি এই জয় উৎসর্গ করেছিল ভারতীয় দল। আর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ যে শুধুই একটা ম্য়াচ, তা কিন্তু ভারতীয় দল বুঝিয়ে দিয়েছে ম্য়াচ জিতেই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার মাধ্যমে।

অনিল চৌধুরী বলেন, ''আমি জানি না পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক পদে কারা আছেন। যাঁরাই আছন, তাঁরাও জানেন যে এটা নিয়মের মধ্য়ে কিছুই পরে না। আর এই নিয়ে কোনও বিতর্কেরও কোনও মানে হয় না। আদৌ কিছু লাভ হবে না। তবুও তাঁরা এটাকে ইস্যু করেছেন।''

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আইসিসিনিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আইসিসি সূত্রে খবর, ইতিমধ্য়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি মেল করা হয়েছেআইসিসি সিইও সংযোগ গুপ্তর তরফে পিসিবিকে এই মেল পাঠানো হয়েছে। কিন্তু কী বিষয়ে পিসিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে?

ভারত-পাকিস্তান ম্য়াচে যিনি রেফারি ছিলেন, সেই অ্যান্ডি পাইক্রফ্টেকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল পাকিস্তান। তাঁর বিরুদ্ধে গোটা বিষয়টিকে প্রশয় দিয়ে নিয়মলঙ্ঘনের অভিযোগ আনা হয়। কিন্তু আইসিসি পাইক্রফ্টকে অপসারণের সেই দাবি মানেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তরফে বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়পিসিবির তরফে প্রাথমিকভাবে জানানো হয় তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলবে না। তবে পিসিবির তরফে যেমন কথা তেমন কাজ একেবারেই হয়নিচেয়ারম্যান মহসিন নখবির বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর পাকিস্তান মাঠে নামে। ঘণ্টাখানেক দেরি করে শুরু হয় খেলা