দুবাই: ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) মানেই টানটান লড়াই। তবে এশিয়া কাপে (Asia Cup 2025) রবিবারের ম্যাচে তেমন লড়াই হল না। আগাগোড়া দাপট দেখিয়ে পাকিস্তানকে দুরমুশ করল টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১২৮ রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। গোটা দেশ জুড়ে চারিদিকে বিক্ষোভ, বিতর্ক দেখা যায়। তাতে ম্যাচ বন্ধ হয়নি। তবে খেলাশেষেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার কুমারের (Suryakumar Yadav) মুখে শোনা গেল সেনাবাহিনীর প্রশংসা।
ম্যাচশেষে সূর্যকুমার যাদব এই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করে বলেন, 'আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী এবং সর্বদা ওঁদের পাশে আছি। এই জয়টা আমারা আমাদের সেনবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করি ওঁরা এইভাবেই আগামীদিনেও আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব আমরাও ওঁদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করব।'
রবিবারই আবার অধিনায়ক সূর্যকুমারের জন্মদিনও ছিল। ম্যাচ শেষে দর্শকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাঁদের 'রিটার্ন গিফট' হিসাবে জয় উপহার দিতে পেরে কিন্তু সূর্যও সন্তুষ্ট। তিনি মেনে নিলেন এই 'রিটার্ন গিফট' দেওয়ার চিন্তাভাবনাটা সবসময় তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর দলের জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, 'শেষ পর্যন্ত টিকে থেকে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়ার চেষ্টাটা সবাই সবার আগেই করে। আমরা সবসময় প্রস্তুতিতে জোর দিই। কয়েক মাস আগেও তেমনটাই হয়েছিল।'
সূর্যকুমার এই ম্যাচের আগে কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে ২০ রানের গণ্ডিই পার করতে পারেননি। তবে আজ তিনি শেষ পর্যন্ত ৪৭ রানে টিকে থেকে দলকে জেতান। তবে দলের এই জয়ের ভিতটা রাখেন ভারতীয় বোলাররা, আরও ভালভাবে বললে ভারতীয় স্পিনত্রয়ী। কুলদীপরা মোট ছয়টি উইকেট নেন। বছরের শুরুর দিকে একই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়টা এই দলকে পথ দেখিয়েছিল বলেই দাবি সূর্যর। 'চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল আমাদের পথ দেখিয়েছিল। আমি সবসময়ই ইনিংসের মাঝপথের অংশটা নিয়ন্ত্রণে রাখতে দলের স্পিনারদের উপরই ভরসা করা পছন্দ করি। ওরা সেটা করেও।' বলেন তিনি।
এদিন পাকিস্তানের হাতে ছিল মাত্র ১২৮ রানের পুঁজি। সেই নিয়ে চেষ্টা চালিয়েছিলেন সঈম আয়ুব। তিনটি উইকেট নেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে কুলদীপ যাদবদের দৌরাত্ম্যের পর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের দাপট। ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করল ভারত।