নয়াদিল্লি: সপ্তাহান্তেই মহাদেশের সেরা হওয়ার টুর্নামেন্টে (Asia Cup 2025) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। 'সুপার সানডে'-তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। বর্তমান পরিস্থিতিতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত না অনুচিত, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছে। অনেকেই মনে করছেন পহেলগাঁও আক্রমণের পর যেখানে পড়শি দেশের সঙ্গে সব রকম আদান প্রদান বন্ধ, সেখানে ক্রিকেটের ম্যাচে টিম ইন্ডিয়ার মাঠে নামাটা অশোভন। এই নিয়ে চারিদিকে বিক্ষোভ, তর্ক-বিতর্কও চলছে। এবার প্রতিবাদ জানানোর তালিকায় সামিল হল পাঞ্জাব কিংসের (Punjab Kings) নাম।

Continues below advertisement

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি এই ম্যাচের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানায়নি, বরং তারা স্ট্যান্ডটা খানিকটা ভিন্ন। পাঞ্জাব কিংসের তরফে সোশ্যাল মিডিয়ায় রবিবারের ম্যাচের এক পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে দিনক্ষণ, মাঠ সবেরই উল্লেখ রয়েছে। রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিলের ছবিও। নেই বলতে প্রতিপক্ষের নাম। পোস্টারে লেখা হয়েছে, 'ভারত বনাম  '। অর্থাৎ প্রতিপক্ষের নামের জায়গায় পাকিস্তান লেখা থেকে বিরত থেকে পাঞ্জাব কিংস। এর মাধ্যমেই কিংস কর্তৃপক্ষ কার্যত নীরবেই নিজেদের প্রতিবাদ জানিয়েছে।

 

Continues below advertisement

এর আগে 'অপারেশন সিঁদুর'-র পর পাঞ্জাব কিংসের তরফে নিহত জওয়ানদের পরিবারের মঙ্গলার্থে এক বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। পঞ্জাব কিংসের কর্পারেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে ১.১০ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছিলেন কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা। আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিরাট অঙ্কের টাকা অনুদানের কথা জানান প্রীতি। নিহত জওয়ানদের স্ত্রী সহায়তা এবং তাঁদের সন্তানদের শিক্ষার জন্য এই টাকা ব্যবহৃত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়। জয়পুরে সেনাদের পরিবারের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রীতি জিন্টা ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার তারা নীরবেই এশিয়া কাপের ম্য়াচের প্রতিবাদ জানাল।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের ম্যাচ বাতিল করার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার চেষ্টা করেছিলেন আইনের চার ছাত্র। সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত, বলা ভাল মামলা দায়ের করার অনুমতিই দেওয়া হয়নি। এর পাশাপাশি শিবসেনার তরফেও জানানো হয়েছে যে তারা ভারত-পাকিস্তানের এই ম্যাচের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন। বোর্ডের এই ম্যাচের খেলাকে 'বিশ্বাসঘাতকতা' ও 'নির্লজ্জতা'-র আখ্যা দিতেও পিছপা হয়নি তারা। শিব সেনার তরফে জানানো হয় সেনা ইউবিটির মহিলা শাখা 'সিঁদুর রক্ষা অভিযান' নামক একটি ক্যাম্পেনের মাধ্যমে রাস্তায় নেমে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করবেন। 

সবমিলিয়ে বলা ভাল রবিবার মরুদেশে দুই চিরপ্রতদ্বন্দ্বীর ২২ গজের লড়াই যেমনই হোক না কেন, তার আগে মাঠের বাইরে কিন্তু এই ম্যাচ নিয়ে স্বরগরম সাধারণ জনগণ থেকে রাজনীতিকদের একাংশ। সেই তালিকাতেই নাম লেখাল পাঞ্জাব কিংসও।