দুবাই: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা পহেলগাঁওয়ে ২৬ জন নিরপরাধ ভারতীয়ের প্রাণনাশের পর 'অপারেশন সিঁদুর' চলায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। পড়শি দেশের সঙ্গে সব আদানপ্রদান বন্ধ করা হয়। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে (Asia Cup 2025) কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) টিম ইন্ডিয়া ম্যাচ খেলছে, সেই নিয়ে গোটা দেশজুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়। ম্য়াচ খেলা হলেও অবশ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় ক্রিকেটাররা।
ক্রিকেটের প্রথা অনুযায়ী ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলান। ম্যাচ শেষেও দুই দলের কোচিং স্টাফ সহসকলেই একে অপরের সঙ্গে হাত মেলান, সৌজন্য বিনিময় করেন। তবে এই ম্যাচে টসের পর সলমন আলি আগা ও সূর্যকুমার যাদব, দুই দলের দুই অধিনায়ক করমর্দন করেননি। এমনকী ম্যাচ শেষেও দুই দলকে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। সুফিয়ান মুকিমের বলে সূর্য ছক্কা মেরে ম্য়াচ জেতানোর সঙ্গে সঙ্গেই শিবম দুবে ও সূর্যকুমার যাদবকে সোজা সাজঘরের দিকে হাঁটা লাগাতে দেখা যায়।
ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখেও ভেসে আসে পহেলগাঁও আক্রমণে নিহতদের কথা। দলের দুরন্ত জয় তিনি দেশের সাহসী সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। ম্যাচ শেষে সূর্য বলেন, 'আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী এবং সর্বদা ওঁদের পাশে আছি। এই জয়টা আমারা আমাদের সেনবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করি ওঁরা এইভাবেই আগামীদিনেও আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব আমরাও ওঁদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করব।'