দুবাই: এশিয়া কাপের আগামীকার রবিবার ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। অন্য়ান্যবারের মত এবারের ভারত-পাক মহারণ নিয়ে উত্তেজনা নেই যদিও। কিন্তু ২২ গজের লড়াই যখন শুরু হবে তখন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটাররা চাইবেন ইঞ্চিতে ইঞ্চিতে সব বুঝে নিতে। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জন নিরীহ ভারতীয়র। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত। কিন্তু এশিয়া কাপের মঞ্চে খেলা থেকে বিরত থাকেনি তারা। বিসিসিআই ও কেন্দ্রের তরফে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আজ এশিয়া কাপে কোন দুটো দল মুখোমুখি হবে?
এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ ২২ গজে।
কোথায় খেলা হবে ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ?
ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্য়াচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তানের লড়াই?
১৪ সেপ্টেম্বর, রবিবার খেলা শুরু হবে ৮ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭.৩০টায়।
কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান ম্যাচ?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্য়াপে ও জিও টিভিতে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে।
এদিকে, ভারতের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটার সঈম আয়ুব। ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে ভারতের বিরুদ্ধে ২২ গজের মহাযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁদের মূল লক্ষ্য কিন্তু এশিয়া কাপ জয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি তেমনটা নয়, আমার প্রধান লক্ষ্য তো টুর্নামেন্টটা জেতা। আমরা সবার বিরুদ্ধে নির্ভীকভাবে নিজেদের ক্রিকেটটা খেলার চেষ্টা করি।''
ভারতের কোন বোলারকে বেশি সমীহ করছেন? আয়ুব বলছেন জসপ্রীত বুমরাকেই সমীহ করছেন তাঁরা। অন্য়ান্য বোলারদের তুলনায় বুমরার বিরুদ্ধে ব্যাটিং করার সময় বেশি সতর্ক থাকতে হয়। বুমরার বিরুদ্ধে ব্য়াটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আয়ুব জানান, 'হ্যাঁ, চ্যালেঞ্জ তো থাকবেই। কোনও ম্যাচে প্রতিপক্ষের যে কোনও বোলারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল কোন পথে দলের জয় আসবে, তা খুঁজে বের করে জয়টা সুনিশ্চিত করা।'