মুম্বই: কাশ্মীরের পহেলগাঁওতে (Pahelgam) জঙ্গি হামলার রেশ। বাতিল হয়ে যেতে পারে এশিয়া কাপ (Asia Cup 2025)। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় পাক-যোগের আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফেও বারবার পাক সরকারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ভারত সরকারের তরফে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সহ সব সম্পর্ক ছিন্ন করার দাবিও উঠেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট সূত্রে খবর, এশিয়া কাপ বাতিল হতে পারে। এমনকী বাংলাদেশ সফরও বাতিল করতে পারে বিসিসিআই। নিরাপত্তাজনিত সমস্যা ও আশঙ্কার জন্যই বাংলাদেশ সফর বাতিল করা হতে পারে। সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের।
এর আগে ২০২৩ সালে এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি হয়নি। তার জন্যই শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। রোহিত বাহিনী তাদের সব ম্য়াচই সেবার শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচও আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালেও দ্বীপরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল।
চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল পাকিস্তান। কিন্তু ভারতের জন্য ফের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে খেলা হয়। ভারতের ম্য়াচগুলো দুবাইয়ে আয়োজিত হয়েছিল। সেখানেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
২০০৮ সালের পর থেকে আর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি। এই সময়ের মধ্যে আইসিসি ইভেন্টে বারবার দুই দল মুখোমুখি হয়েছে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে দু দলকে আমনে সামনে হতে দেখা যায়নি। দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তান, দুই পড়শি দেশের মধ্যে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজ় খেলা হয় না। দুই দলের সাক্ষাৎ হয় কেবল আইসিসি টুর্নামেন্টে। পড়শি দেশগুলির মধ্যেকার রাজনৈতিক অবস্থার জেরেই দ্বিপাক্ষিক সিরিজ় খেলা বন্ধ রয়েছে বহুদিন। বছর দু'য়েক আগে এদেশে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান খেলতে এসেছিল। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দল কোনও টুর্নামেন্ট খেলতেই একে অপরের দেশেও যাবে না। এই সবের পরে পহেলগাঁও কাণ্ডের জেরে দুই দেশের মধ্যে চরমে বিবাদ।
আরও পড়ুন: প্লে অফের দৌড়ে আর নেই দল, টুর্নামেন্ট শেষ করার আগে সবাইকে চমকে দেবে সিএসকে?