নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2025) সপ্তাহান্তেই শেষ হয়ে গিয়েছে। তবে সেই টুর্নামেন্ট ঘিরে নাট ক এখনও অব্যাহত। ভারতীয় দল দাপুটে মেজাজে পাকিস্তানকে হারিয়ে এবারে নবমবার মহাদেশ সেরা হয়েছে। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ভারতীয় দল না এশিয়া কাপের পদক পেয়েছে, না ট্রফি।
ভারতীয় দল গোটা টুর্নামেন্টেই পাকিস্তানের কোনও ক্রিকেটার বা আধিকারিকের সঙ্গে কোনওরকম করমর্দন করেনি। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের নিয়ম অনুযায়ী বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নখভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিত হত। কিন্তু টিম ইন্ডিয়ার তারকারা তা নিতে অস্বীকার করায় ফাইনাল ম্যাচ শেষে দীর্ঘক্ষণ নাটক চলে। শেষমেশ ট্রফি না নিয়েই ভারতীয় দল মাঠ ছাড়ে। টিম ইন্ডিয়াকে ট্রফি ছাড়াই এশিয়া কাপ জয়ের না না সেলিব্রেশন করতে দেখা যায়।
পরবর্তীতে জানা যায় ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি বা পদক নিতে রাজি না হওয়ায় মহসিন নখভি নিজেই পাকিস্তানের পরাজয়ের পরেও, সেই ট্রফি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। তবে নিয়ম অনুযায়ী মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে যাতে এশিয়া কাপ ট্রফিটা পৌঁছয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব এসিসির। তাই নখভিকে এশিয়া কাপের ট্রফি ভারতকে দিতেই হবে।
শোনা যাচ্ছে নখভি নিজেও সব পদক, পুরস্কার দিতে রাজি। কিন্তু শর্ত একটাই। একটি ফর্মাল অনুষ্ঠান করে তাঁর হাত থেকেই সব পদক ও ট্রফি নিতে হবে। বিসিসিআই এই দাবি যে মানবে না, তা ধরে নেওয়াই যায়। দুই পক্ষেই যেহেতু নিজেদের জেদে অনড়, তাই এই জট কবে তাটবে, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। এখনও এ বিষয়ে ছবিটা স্পষ্ট নয়।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিলক বর্মা। নবমবার মহাদেশসেরা হয়ে দেশে ফিরেছে ভারতীয় দল। ফিরেছেন তিলকও। হায়দরাবাদে একেবারে রাজকীয়ভাবে স্বাগত জানানো হল তিলককে।
হায়দরাবাদে নামা মাত্রই তিলকের নাম নিয়ে রণধ্বনি তুলতে শোনা যায় জমায়েত হওয়া এক বিরাট দর্শকমণ্ডলী। কাতারে কাতারে জমা হওয়া দর্শকদের উদ্দেশে হুড খোলা গাড়ি থেকে হাত নাড়েন। দর্শকদের সম্বর্ধনা কুড়িয়ে নেন। তাঁকে এক ঝলক দেখতে, তাঁর ছবি ফ্রেমবন্দি করতে তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।