দুবাই: এশিয়া কাপ শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন সব দলের অধিনায়করা। মঙ্গলবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়করা এসেছিলেন বৈঠকে। সেই বৈঠকে বেশিরভাগ প্রশ্নই ছিল ভারত ও পাকিস্তান অধিনায়কের দিকে। সূর্যকুমার যাদব ও সালমন আলি আঘা এই দুজনকেই মূলত সামলাতে হচ্ছিল সাংবাদিকদের প্রশ্ন। কে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, তা নিয়েই মূলত তরজা চলছিল। কিন্তু এরমধ্যেই সাংবাদিক বৈঠক শেষের একটি ঘটনা মূলত একটি মুহূর্ত যা সোশ্য়াল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে। 

সাধারণত এমন ধরণের সাংবাদিক বৈঠকের পর সব অধিনায়কই সৌজন্যমূলক করমর্দন করে থাকেন। কিন্তু পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা দরজা দিয়ে বেরিয়ে যেতে থাকেন। অন্য়দিকে তখন ভারত অধিনায়ক সূর্যকুমার ও অন্যান্য অধিনায়করা সৌজন্যমূলক করমর্দন করছিলেন। যদিও এরপর সূর্যকুমার যখন বেরিয়ে যেতে থাকেন, তখন তিনি পাকিস্তান অধিনায়কের বাড়িয়ে দেওয়া হাত মেলান। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই সবাই সূর্যকুমারের সমালোচনা করেছেন। পহেলগাঁও জঙ্গি হামলার পর কীভাবে একজন পাকিস্তানির সঙ্গে হাত মেলালেন, তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ফের একবার ভারত-পাক ম্য়াচ বয়কটের দাবি তুলেছেন।

 

ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের বিরাট দাম দেখলে খানিকটা সময়ের জন্য হলেও অনেকেই আঁতকে উঠতে পারেন। টিকিট পোর্টালগুলিতে পূর্ব দিকের ভিআইপি স্যুটগুলিতে জোড়া টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় দুই লক্ষ ৫৮ হাজার টাকা ধার্য করা হয়েছেরয়্যাল বক্সের দু'টি টিকিটের দাম দুই লক্ষ ৩১ হাজারের আশাপাশে ধার্য করা হয়েছে। পূর্বের স্কাই বক্সের দাম এক লক্ষ ৬৭ হাজার। এগুলি তো গেল প্রিমিয়াম স্তর। মাঝের স্তরের টিকিটগুলির দাম শুনলেও চোখ কপালে উঠতে পারে। প্ল্যাটিনাম টিকিটের দাম ৭৫ হাজারেরও বেশি। গ্র্যান্ড লাউঞ্জ ও পশ্চিম প্যাভিলিয়নের টিকিটের দাম যথাক্রমে ৭৫ হাজার ও ৪১ হাজারের অধিক ধার্য করা হয়েছেএমনকী সবথেকে সাশ্রয়ী জেনারেল ইস্টের দুইটি টিকিটের দামও দশ হাজার টাকা। সম্ভবত এই কারণেই ভারত বনাম পাকিস্তানের এমন হাইভোল্টেজ ম্যাচের টিকিট এখনও সম্পূর্ণভাবে বিক্রি হয়নি বলেই শোনা যাচ্ছে।