দুবাই: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গিয়েছে ২৪ ঘণ্টা আগে। কিন্তু সেই ম্যাচের রেশ এখনও রয়েছে। বিতর্কের রেশ। পাকিস্তানকে দুরমুশ করে ম্যাচ জিতে নেয় ভারত। তারপর পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সহ অন্য ক্রিকেটারেরা।
সেই ঘটনায় প্রবল ক্ষিপ্ত পাক ক্রিকেট বোর্ড। এবার আইসিসি-র কাছে নালিশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিবাদ জানিয়েছে পিসিবি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (match referee Andy Pycroft) অপসারণ দাবি করেছে তারা। এশিয়া কাপে আর কোনও ম্যাচে রেফারি পাইক্রফটকে দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছে পিসিবি। দাবি মানা না হলে এশিয়া কাপ বয়কটের রাস্তাতেও হাঁটতে পারে তারা।
এশিয়া কাপে ভারতের হাতে লজ্জাজনক হার পাকিস্তানের। খেলার শেষে পাক-ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাল না টিম ইন্ডিয়া। ঘটনার জেরে পাক-বোর্ডেরই কোপে পিসিবির শীর্ষ আধিকারিক। বরখাস্ত পিসিবি-র ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস্, উসমান ওয়াহলা। রবিবার পরিস্থিতি সামাল না দিতে পারার অভিযোগে তাঁকে বরখাস্ত করল পিসিবি। ওই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টেরও অপসারণের দাবি তুলেছে পিসিবি। 'মাঠে দু'দেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডু পাইক্রফট', অভিযোগ পিসিবির। তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ এনে আইসিসি ও এমসিসি-কে চিঠি দিয়েছে পিসিবি। ভারতীয়রা করমর্দন না করায় এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে নালিশ জানায় পাক-বোর্ড।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপেে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) কার্যত একপেশেভাবে শেষ হয়। আগাগোড়া দাপট দেখিয়ে পাকিস্তানকে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১২৮ রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। গোটা দেশ জুড়ে চারিদিকে বিক্ষোভ, বিতর্ক দেখা যায়। তাতে ম্যাচ বন্ধ হয়নি। তবে খেলা শেষ হতেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বড় বার্তা দেন। তিনি পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। পরে তাঁর মুখে শোনা গেল সেনাবাহিনীর প্রশংসা। ভারতের জয় সেনাবাহিনিকে উৎসর্গ করেছেন সূর্যকুমার যাদব।