করাচি: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025) জায়গা করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। কিন্তু টুর্নামেন্টে দুবারই ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে। যা দেখে প্রাক্তন পাক ক্রিকেটাররাও সমালোচনায় মুখর হয়েছেন। এমনকী পাকিস্তানের টপ অর্ডারে কয়েকজন ব্যাটারের জঘন্য পারফরম্য়ান্স নিয়েও আলোচনা হচ্ছে ক্রমাগত। বিশেষ করে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে যে এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তা নিয়েও আলোচনা চলছে ক্রমাগত। এবার পাকিস্তান দল ও তাদের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন শাহিদ আফ্রিদি। 

প্রাক্তন পাক অলরাউন্ডার মনে করেন যে পাকিস্তানকে যদি এমনই পারফরম্য়ান্স করে, তাহলে তো বাবর আজমকে দলে নেওয়াই অনেক ভাল ছিল। গত বছর থেকেই কুড়ির ফর্ম্যাটে বাবর ও রিজওয়ানকে বাদ দিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট ম্য়ানেজমেন্ট। শাহিদ বলছেন, ''যদি পাকিস্তান এমনই পারফরম্য়ান্স করে, এমনই খেলে, তাহলে তো বাবর আজম ও মহম্মদ রিজওয়ানদের থাকলেও ভালই হত দলে। ওদেরকে হিসেবের মধ্য়েই রাখেনি পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্ট, এটাই হল বড় সমস্যা।''

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আরও মনে করেন নাসিম শাহকে দলে না রাখাটাও একটা বড় ভুল। শাহিন আফ্রিদির সঙ্গে পেস জুটি বেঁধে নাসিম প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলতে পারত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলছেন, ''নাসিম শাহকে এই টুর্নামেন্টে আমি ভীষণ মিস করেছি। আমার মতে শাহিনের সঙ্গে নাসিমের জুটি বল হাতে চাপ বাড়াতে পারত অন্য় দলের ব্যাটিং লাইন আপের। শ্রীলঙ্কা ও ওমানকে হারিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের বিরুদ্ধে মূল লড়াই। এটাও মাথায় রাখতে হবে। দুবাইয়ের মত জায়গায় সেখানকার পরিবেশে নাসিমকে দরকার ছিল।''

এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ফাইনালে ভারত ও পাকিস্তান কখনও ফাইনালে খেলেনিমাল্টি নেশন টুর্নামেন্টে দুটো দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। তার মধ্য়ে ভারত ১৯৮৫ ও ২০০৭ দুবার জিতেছেঅন্য়দিকে পাকিস্তান ১৯৮৬, ১৯৯৪ ও ২০১৭ তিনবার জয় ছিনিয়ে নিয়েছে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান হারিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। ভারত অবশ্য এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্য়াচ হারেনি। পাকিস্তানকে গ্রুপ পর্বে ও সুপার ফোরে দুবার হারিয়েছে তাঁরা। এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও সুপার ফোরে হারিয়েছে সূর্যকুমারের দল।

আগামীকাল রবিবার ২৮ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ফাইনালে কে শেষ হাসি হাসবে, সেটাই দেখার।