দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। মাত্র ৫৭ রানে প্রতিপক্ষ শিবিরকে আটকে রাখার পর রান তাড়া করতে নেমে মাত্র ৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১ উইকেট খুঁইয়েই তুলে ফেলেছে ভারতীয় দল। ম্য়াচের সেরা হয়েছেন কুলদীপ যাদব ৪ উইকেট নিয়ে। কিন্তু তাঁর পাশাপাশি যিনি বল হাতে নজরকাড়া সাফল্য পেয়েছেন, তিনি হলেন শিবম দুবে। ২ ওভারে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে এটাই দুবের সেরা বোলিং স্পেল। 

বল হাতে এই সাফল্যের কৃতিত্ব ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলকেই দিতে চাইছেন সিএসকের হয়ে আইপিএল খেলা এই দীর্ঘকায় অলরাউন্ডার। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে দুবে বলছেন, ''ইংল্যান্ড সিরিজে আমি ভারতীয় দলে ফেরার পর থেকে মর্নি আমাকে নিয়ে অনেক খেটেছে। কিছু নির্দিষ্ট পরামর্শ ওঁর থেকে নিয়েছিলাম। যা মেনে চলার চেষ্টা করে যাচ্ছি। আমার রান আপে কিছু পরিবর্তন এসেছে। এছাড়া স্লোয়ার ডেলিভারি নিয়েও খেটেছি ওঁর সঙ্গে প্রচুর। কোচ ও অধিনায়কও আমার ওপর আস্থা রেখেছ। যার ফল দিতে পেরেছি, আমি খুব খুশি।''

টি-টোয়েন্টি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও ফর্ম্য়াটে খেলেন না শিবম দুবে। এই দু মাসে কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন? দুবে বলছেন, ''শেষ দু মাসে, আমি নিজের ফিটনেস নিয়ে বিশাল খেটেছি। নিজের ব্য়াটিং নিয়ে অতটা চিন্তায় ছিলাম না। কিন্তু নিজের বোলিংকে আরও তীক্ষ্ণ করতে চাইছিলাম। শর্ট বল, স্লোয়ার বল এই গুলো নিয়ে বিশাল খেটেছি। টুর্নামেন্ট যত এগোবে, ততই উিকেট আরও স্লো হবে। আমি জানি আমার স্লোয়ার তত বেশি কার্যকরী হবে। আর মাঝের ওভারগুলোয় ব্যাট হাতে কীভাবে খেলতে হয়, তাও জানি।"

এদিকে, ম্য়াচের সেরা হয়ে কুলদীপ যাদব নতুন ট্রেনার ও তাঁর ড্রিলকে কৃতিত্ব দিয়েছেনম্যাচের সেরার পুরস্কার হাতে কুলদীপ বলেছেন, 'আদ্রিয়ান, আমাদের ট্রেনারকে ধন্যবাদ জানাব। আমার বোলিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও পরিশ্রম করছিলাম। সব কিছুই নিখুঁতভাবে হয়েছে। সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাটাররা কী করতে চাইছে সেটা বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজকেও আগাম বুঝে নিচ্ছিলাম পরের বলে ব্যাটার কী করতে পারে।'' মাত্র ১৩ বলে ৪ উইকেট তুলে সংযুক্ত আরব আমিরশাহি ইনিংসে তছনছ করে দিলেন। ম্যাচের সেরাও হয়েছেন ভারতের বিস্ময় স্পিনার । স্বীকৃতি পেয়ে যিনি কৃতিত্ব দিলেন ফিটনেসকে।''