মুম্বই: এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে অনেকদিন আগেই। ১৫ সদস্য়ের দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে এই দলের এমন তিনজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা কিন্তু টুর্নামেন্টে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপ এখনও পর্যন্ত ১৬ বার হয়েছে। তার মধ্য়ে আটবার ভারতীয় দল জিতেছে এশিয়া কাপে।
অভিষেক শর্মা: ভারতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই অভিষেক শর্মাই এই ফর্ম্য়াটে ওপেনার হিসেবে মাঠে নামবে। ২৪ বছরের এই তরুণ বাঁহাতি ক্রিকেটার আসন্ন টুর্নামেন্টেও খেলতে নামবেন ওপেনিং স্লটেই। এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে মোট ৫৩৫ রান করেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৯৩.৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। দুটো শতরান ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন। এছাড়া যে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা, তার জন্য়ই ওঁ অন্য়তম এক্স ফ্য়াক্টর দলের।
হার্দিক পাণ্ড্য
এশিয়া কাপে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য থাকছেন এই তালিকায়। সাদা বলের ফর্ম্যাটে হার্দিক এই মুহূর্তে দেশের অন্য়তম সেরা অলরাউন্ডার। এখনও পর্যন্ত ১১৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে হার্দিক। ১২৭৯ রান করেছেন এখনও পর্যন্ত বঢোদরার অলরাউন্ডার। এছাড়া ৯৪ উইকেট নিয়েছেন তিনি। লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দলের প্রয়োজনে উইকেট তুলতে ওস্তাদ হার্দিক।
বরুণ চক্রবর্তী
সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের এশিয়া কাপ হতে চলেছে। সেখানকার পিচের কথা ভেবে বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে। ১৮টি টোয়েন্টি ম্য়াচ খেলে ৩৩টি উইকেট নিয়েছেন বরুণ। তার বোলিংয়ের দাপটে যে কোনও ব্যাটার ঝামেলায় পড়তে পারেন।
উল্লেখ্য, ইউপি টি-টোয়েন্টি লিগে সম্প্রতি শতরান হাঁকিয়েছেন রিঙ্কু সিংহ। কিন্তু এতকিছুর পরও শেষ পর্যন্ত হয়ত এশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ মিলবে না কেকেআর তারকার। ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন কিছুদিন আগেই রিঙ্কু সিংহ। শেষ ৫১ রান করেছিলেন তিনি মাত্র ১৪ বলে। এছাড়া ইউপি টি-টোয়েন্টি লিগে উইকেটও নিয়েছেন বল হাতে। তবে তারপরও রিঙ্কুর সুযোগ পাওয়া কিছুটা চাপের। অজিত আগরকর বলেছিলেন দল ঘোষণার সময় যে রিঙ্কুকে দলে নেওয়ার কারণ ব্যাটিং অর্ডারে আরও শক্তিশালী করে তোলা। সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের এশিয়া কাপ হতে চলেছে। যার জন্য তিনজন স্পিনার ও দুজন পেসারকে খেলানো হতে পারে।