মুম্বই: এশিয়া কাপ শুরু হতে এখনও বেশ কিছু সপ্তাহ বাকি। কিন্তু এরমধ্যেই সব দলই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। ভারতীয় দলও সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টুর্নামেন্টে। সেই স্কোয়াডে আছেন রিঙ্কু সিংহও। কেকেআরের তারকা ব্যাটার সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন। কিন্তু এরপরও এশিয়া কাপে প্রথম ম্য়াচে একাদশে সুযোগ পাওয়াটা কিন্তু বেশ কঠিন রিঙ্কুর জন্য।
৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন কিছুদিন আগেই রিঙ্কু সিংহ। শেষ ৫১ রান করেছিলেন তিনি মাত্র ১৪ বলে। এছাড়া ইউপি টি-টোয়েন্টি লিগে উইকেটও নিয়েছেন বল হাতে। তবে তারপরও রিঙ্কুর সুযোগ পাওয়া কিছুটা চাপের। অজিত আগরকর বলেছিলেন দল ঘোষণার সময় যে রিঙ্কুকে দলে নেওয়ার কারণ ব্যাটিং অর্ডারে আরও শক্তিশালী করে তোলা। সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের এশিয়া কাপ হতে চলেছে। যার জন্য তিনজন স্পিনার ও দুজন পেসারকে খেলানো হতে পারে।
স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর পটেল আছেন। অন্যদিকে রিঙ্কু সেখানে লোয়ার অর্ডার ব্যাটার। তাই তাঁর পক্ষে সুযোগ পাওয়া কিছুটা চাপের। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৩৩টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নাইট ব্যাটার। ২৪ ইনিংসে ব্যাট করতে নেমে ১১ বার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ঝুলিতে পুরেছেন ৫৪৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৯। ৪২ গড়ে ব্যাটিং করেছেন এই বাঁহাতি। এখনও পর্যন্ত ৪৫টি বাউন্ডারি ও ৩১টি ছক্কা হাঁকিয়েছেন কেরিয়ারে। ১৬১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এখনও পর্যন্ত কোনও সেঞ্চুরি হাঁকাতে না পারলেও রিঙ্কু তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। পাওয়ার হিটিংয়ের জন্যই বিখ্যাত তিনি।
ভারত সরকার নতুন নীতি কার্যকর করেছে
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে স্পোর্টস ইভেন্টগুলিতে খেলার বিষয়ে নতুন নীতি ঘোষণা করা হয়েছে । জানানো হয়েছে, খেলা যাই হোক না কেন, ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, যা গত ১৩ বছর ধরে হয়ে আসছিল । নতুন নীতিতে আরও বলা হয়েছে যে টিম ইন্ডিয়া বহু-পক্ষীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে।
পাকিস্তান ভিক্ষা করবে না...
এই নতুন নীতির পরে, মহসিন নকভি লাহৌরে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান যে, এখন পাকিস্তান কোনও অবস্থাতেই BCCI-এর কাছে নতি স্বীকার করবে না । তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট যে, এখন ভারতের সঙ্গে যখনই কথা হবে, তা সমান স্তরে করা হবে । কোনও দাবি আদায়ের জন্য আমরা আর ভিক্ষা করব না । সেই সময় এখন শেষ, ভবিষ্যতে যা হবে, তা সমান স্তরে হবে ।"