মুম্বই: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছেন। এশিয়া কাপে ভারতের জয়ের পেছনে বিরাট অবদান রয়েছে অভিষেকের। সবচেয়ে বেশি রানও ঝুলিতে পুরেছেন তিনি। কিন্তু ইন্ডিয়া 'এ' দলের বিরুদ্ধে আনঅফিশিয়াল ওয়ান ডে ম্য়াচে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হলেন অভিষেক শর্মা। কানপুর গ্রিনপার্কে ভারতীয় এ দল মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এ দলের।
ইন্ডিয়া এ দলের অধিনায়ক তিলক বর্মা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইনিংসের ওপেন করতে নেমে অভিষেক খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরে যান দ্বিতীয় ওভারেই। জ্যাক এডওয়ার্ডের বলে কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের কাছে।
এশিয়া কাপে দুরন্ত পারফরম্য়ান্সের পর অভিষেকের ওপর প্রত্যাশার চাপ বেড়েছিল। এই পরিস্থিতিতে বাঁহাতি ওপেনার যে আরও দুরন্ত ব্যাটিং উপহার দেবেন, তেমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু আদতে তা হয়নি। ১০ বল খেলে মাত্র ১ রান করে প্যাভিলিয়ন ফেরেন অভিষেকের ওপেনিং পার্টনার প্রভসিমনরণ সিংহ।
এই সিরিজের প্রথম ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তিনি ১১০ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এই ম্য়াচে রান পাননি। এদিন মাত্র ৮ রান করেই প্যাভিলিয়ন ফেরেন। তবে এশিয়া কাপের ফাইনালে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলা তিলক বর্মা এদিনও রান পেলেন। তিনি ১২২ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। ভারতীয় এ দল শেষ পর্যন্ত ২৪৬ রান বোর্ডে তুলে নেয়। তবে চার ওভার বাকি থাকতেই পুরো দল অল আউট হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান বোর্ডে তুলল ভারত। এখনও অপরাজিত শতরান করে ক্রিজে আছেন জাডেজা ও তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর। গতকাল প্রথম ইনিংসে প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুশোর গণ্ডিও পেরতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটারর। প্রথম ইনিংসে এরপর ব্যাট করতে নেমে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট প্রথম হারায় ভারত। ৫৪ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। এরপর বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি সাই সুদর্শন। তবে কে এল রাহুল ১০০, ধ্রুব জুড়েল ১২৫ ও রবীন্দ্র জাডেজা অপরাজিত শতরান করে পাঁচশোর দোরগোড়ায় পৌঁছে দেন ভারতকে।