হাংঝৌ: আজ সকালে ইতিমধ্যেই ভারতের পুরুষ শ্যুটিং দল ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে দেশের হয়ে ১৯তম এশিয়ান গেমসে প্রথম সোনা জিতে নিয়েছে। আজই দ্বিতীয় সোনা জয়ের বড় সম্ভাবনা রয়েছে ভারতের সামনে। গোল্ড মেডেল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে (INDW vs SLW) ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বিগত দুই ম্যাচে না খেললেও এই ম্যাচে দলে ফিরেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং পিচে ভারতীয় দল খুব বড় রান তুলতে পারল না। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১১৬ রান তোলে ভারতীয় দল


 






স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও জেমাইমা রডরিগেজ় (Jemimah Rodrigues) বাদে আর কোনও ভারতীয় ব্যাটার বড় রান করা তো দূর, দুই অঙ্কের রানও করতে পারেননি। স্মৃতি দলের হয়ে ৪৫ বলে সর্বাধিক ৪৬ রানের ইনিংস খেলেন। জেমাইমার সংগ্রহ ৪২ রান। 


এদিন ভারতীয় দলের তারকা ওপেনার শেফালি ভার্মা রান পাননি। বল টাইম করতে বেশ বিপাকেই পড়তে হচ্ছিল তাঁকে। ১৫ বলে মাত্র নয় রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে ১৬ রানে ওপেনিং পার্টনারশিপ ভাঙলেও, জেমাইমা ও স্মৃতি দেখেশুনে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন। এক সময় ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৯ রান ছিল। কিন্তু ১৫তম ওভারের পঞ্চম বলে মান্ধানা অর্ধশতরানের দোরগোড়ায় আউট হলে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে।


শেষের দিকে ভারতীয় দলের ব্যাটাররা একেবারেই রানের গতি বাড়াতে পারেননি। ইনিংসের শেষ ৩২ বলে মাত্র ২৭ রানের বিনিময়ে ছয় উইকেট হারায় ভারতীয় দল। হরমনপ্রীতের সংগ্রহ মাত্র দুই রান। বাংলার রিচা ঘোষ একটি ছক্কা হাঁকালেও নয় রানেই ফিরতে হয় তাঁকে। জন্মদিনে পূজা বস্ত্রকরও ব্যাট হাতে বড় শট হাঁকাতে পারেননি। ১১৭ রান ডিফেন্ড করে দ্বীপরাষ্ট্র পরাজিত করে মান্ধানার সোনা জিততে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বাড়ছে দলের ক্যাচ মিসের রোগ, তাও চিন্তিত হতে নারাজ রাহুল