ইনদওর: প্রায় ২০ মাস ভারতীয় (Indian Cricket Team) ওয়ান ডে দলের বাইরে থাকার পর হঠাৎ করেই চলতি ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS ODI Series) সিরিজে আর অশ্বিনের (R Ashwin) ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে ইনদওরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অশ্বিন দেখিয়ে দিলেন শুধু টেস্ট নয়, ওয়ান ডেতেও তিনি উইকেট নিতে সমান দক্ষ। আর এই ম্যাচেই কিংবদন্তি অনিল কুম্বলেকে (Anil Kumble) পিছনে ফেলে নতুন রেকর্ডও গড়ে ফেললেন তিনি।


অশ্বিন সাত ওভারে ৪১ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তাঁর ভাল বোলিং ভারতের জয়ের অন্যতম বড় কারণ। মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও জশ ইংলিশকে সাজঘরে ফেরান তিনি। এদিন ওয়ার্নারের উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেটসংগ্রাহক (সব ফর্ম্যাট মিলিয়ে) হয়ে গেলেন অশ্বিন। তাঁর দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। অনিল কুম্বলের ১৪২টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন তিনি।


এইদিন ম্যাচ জিতে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে অজিদের হারায় কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। অশ্বিনের পাশাপাশি তাঁর জুড়িদার, আরেক তারকা ভারতীয় স্পিনার রবীন্দ্র জাডেজাও বল হাতে ৩টি উইকেট নেন। ইনদওরের হোলকার স্টেডিয়ামে এই নিয়ে সাতটি ওয়ান ডে ম্য়াচ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রথমে ৩৯৯ রান বোর্ডে তুলে নেয় রাহুলের দল।


ভারতের হয়ে শুভমন গিল নিজের কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে শতরানটি হাঁকান। শ্রেয়স আইয়ারও দুরন্ত শতরান করেন। অজ়িরা রান তাড়া করতে নামার পরও বৃষ্টি পিছু ছাড়েনি। ম্যাচে ওভার কমানো হয়। ডিএলএস মেথডে অজ়িদের লক্ষ্য নির্ধারিত হয় ৩১৭ রান। সিরিজে টিকে থাকতে ৩৩ ওভারে এই রান তুলতে হত স্টিভ স্মিথদের। তবে ২১৭ রানের বেশি তুলতে পারেননি স্মিথরা। সন অ্যাবোটের লড়াকু অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ৯৯ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর ২৭ সেপ্টেম্বর নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে খেলতে নামবে দুই দল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের বদলে তিনে ব্যাট করবেন শ্রেয়স? জল্পনা প্রসঙ্গে কী বললেন তিনি?