হাংঝৌ: মাত্র ১১৬ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কার বিরুদ্ধে (INDW vs SLW) দুরন্ত জয় পেল ভারতীয় দল (Indian Women Team)। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১৯ রানে জয় ছিনিয়ে নিয়ে সোনা জিতল ভারত। ভারতের হয়ে বাংলার তিতাস সান্ধু (Titas Sandhu) তিন উইকেট নিয়ে দলকে জয় এনে দিলেন।

  


মাত্র ১১৬ রান পুঁজি থাকলেও, এই পিচে যে ব্যাট করা সহজ নয়, তা এদিন ভারতীয় ইনিংস দেখেই বোঝা গিয়েছিল। তবে ম্যাচ জিততে কিন্তু শুরুতে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেই কাজটাই করে দেখান বাংলার তরুণ বোলার তিতাস। তিনি মাত্র আট বলের ব্যবধানে শ্রীলঙ্কার টপ অর্ডারকে সাজঘরে ফেরত পাঠান। একই ওভারে তিতাসের বলেই প্রথমে অনুষ্কা সঞ্জীবনি ও পরে ভিষ্মি গুণারত্নে যথাক্রমে এক ও শূন্য রানে আউট হন। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকেও ১২ রানে ফেরান তিনিই।


মাত্র ১৪ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা দল। তবে চতুর্থ উইকেটে হাসিনি পারেইরা ও নীলাক্ষি ডি সিলভা লড়াকু ৩৬ রানের পার্টনারশিপ গড়েন। নীলাক্ষি মন্থর গতিতে রান করলেও হাসিনিকে কিন্তু বেশ ছন্দেই দেখাচ্ছিল। হাসিনির ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান রাজেশ্বরী গায়কোয়াড়। ২৫ রানে আউট হন তিনি। পঞ্চম উইকেটে ওশাদি এবং নীলাক্ষিও বেশ ভালভাবেই এগোচ্ছিলেন। তবে ২৩ রানে নীলাক্ষি আউট হওয়ার পরেই শ্রীলঙ্কা আর ম্যাচে তেমন লড়াই করতে পারেনি।






শেষমেশ ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ৯৭ রানেই থামে লঙ্কান ইনিংস। আজই সকালে শ্যুটিংয়ে এবারের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। এই নিয়ে একই দিনে দ্বিতীয় সোনা ভারতের ঘরে আসল। এটাই ক্রিকেটে ভারতের সর্বপ্রথম সোনা। এই নিয়ে চলতি গেমসে মোট ১১টি পদক জিতে নিল ভারত। এখনও পর্যন্ত দুইটি সোনা, তিনটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বাড়ছে দলের ক্যাচ মিসের রোগ, তাও চিন্তিত হতে নারাজ রাহুল