মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুরুটা পাকিস্তান দল কিন্তু দুরন্তভাবেই করেছিল। তবে দ্বিতীয় টেস্টের (AUS vs PAK 2nd Test) দ্বিতীয় দিনের শেষেবলায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজ়িরা দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে। দিনশেষে অস্ট্রেলিয়ার থেকে ১২৪ রানে পিছিয়ে পাকিস্তান দল।
দ্বিতীয় দিনের শুরুটা তিন উইকেটের বিনিময়ে ১৮৭ রান থেকে করেন অজ়িরা। তবে পাকিস্তান ফাস্ট বোলারদের দাপটে ১৩১ রান যোগ করে প্রথম সেশনেই বাকি সাত উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩১৮ রানে শেষ হয় অজ়িদের প্রথম ইনিংস। একমাত্র মার্নাস লাবুশেনই (Marnus Labuschagne) অস্ট্রেলিয়ার হয়ে অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেন। তিনি ৬৩ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে আমির জামাল সর্বাধিক তিনটি উইকেট নেন। অস্ট্রেলিয়া অল আউট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম সেশনও শেষ হয়।
ব্যাট করত নেমে দুই পাকিস্তান ওপেনার আব্দুল্লা শফিক এবং ইমাম উল হক দলের হয়ে শুরুটা মন্দ করেননি। দুইজনে মিলে ৩৪ রান যোগ করেন। তবে নাথান লায়নের এক দুরন্ত বলে ১০ রানে আউট হন ইমাম। তবে ইমাম আউট হলেও, অধিনায়ক শান মাসুদ এবং শফিক, পাকিস্তানের ইনিংস সামলানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। তাঁরা দ্বিতীয় সেশনটা অপরাজিত থেকেই পার করেন। সেশন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৬৮/১।
মাসুদ চা পানের বিরুদ্ধে পর বিশেষ করে লায়নের বিরুদ্ধে অত্যন্ত ইতিবাচক ব্যাটিং করেন। লায়নের বল স্টেপ আউট করে মাঠের বাইরে বল ফেলার মধ্যে দিয়েই তার প্রমাণ মেলে। শফিক আবার ফাস্ট বোলারদের বিরুদ্ধে অধিক আগ্রাসন নিয়ে ব্যাটিং করেন। তিনি নিজের পঞ্চম টেস্ট অর্ধশতরানও পূরণ করেন। ঠিক যখনই মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে নিয়ে নেবে, তখনই দুরন্ত কট অ্যান্ড বোল্ডে শফিককে ৬২ রানে ফেরান প্যাট কামিন্স। বাবর আজমকেও মাত্র এক রানে তিনিই সাজঘরে ফেরত পাঠান।
শান মাসুদ যে লায়নের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করছিলেন, তাঁর বিরুদ্ধেই বড় শট মারতে গিয়ে ৫৪ রানে উইকেট হারাতে হয় তাঁকে। নয় রানে সৌদ শাকিলের উইকেট ভেঙে দেন জস হ্যাজেলউড। আগা সলমনও পাঁচ রানে ফেরেন। অর্থাৎ পাক মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। এমন পরিস্থিতিতে মহম্মদ রিজওয়ান খানিকটা লড়াই করেন। তিনি দিনের শেষে ২৯ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তানের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১৯৪ রান। অজ়িদের হয়ে অধিনায়ক প্যাট কামিন্স সর্বাধিক তিন উইকেট নেন। ম্যাচ যে বর্তমানে ৫০-৫০ পরিস্থিতিতে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দুরন্ত শতরানে দলকে লড়াইয়ের রসদ এনে দিলেন রাহুল, প্রথম ইনিংসে ২৪৫ রান তুলল ভারত