সিডনি: অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের (Australia vs England) মধ্যে ২১শে নভেম্বর থেকে অ্যাশেজ সিরিজ শুরু হতে চলেছে । এই পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া ১৫ সদস্যের দল ঘোষণা করেছে । প্রথম টেস্টে প্যাট কামিন্সকে (Pat Cummins) অধিনায়ক হিসেবে দেখা যাবে না । কামিন্স চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলীয় দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith) । এই সিরিজে মার্নাস লাবুশেনও ফিরেছেন ।
প্রথম অ্যাশেজ টেস্টের জন্য অস্ট্রেলীয় দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), সন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল এবং বিউ ওয়েবস্টার ।
স্টিভ স্মিথকে করা হল অধিনায়ক
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টিভ স্মিথকে দলের অধিনায়ক করা হয়েছে । অন্যদিকে, প্যাট কামিন্সও প্রথম টেস্ট ম্যাচের জন্য দলের সঙ্গে পারথ যেতে পারেন । অস্ট্রেলিয়া ক্রিকেট নির্বাচকরা আশা করছেন যে, কামিন্স দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে স্যাম কন্সটাসকে বাদ দেওয়া হয়েছে । অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের ব্যাট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দাগ কাটতে পারেনি । কন্সটাস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৬ ইনিংসে ৫০ রান করেছিলেন ।
অ্যাশেজ সিরিজের সূচি
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের সূচনা ২১শে নভেম্বর, ২০২৫ থেকে হতে চলেছে । পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ৪ঠা জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে । এই সিরিজের প্রথম ম্যাচটি পারথে খেলা হবে ।
- প্রথম টেস্ট- ২১-২৫ নভেম্বর, ২০২৫; পারথ
- দ্বিতীয় টেস্ট- ৪-৮ ডিসেম্বর, ২০২৫; ব্রিসবেন
- তৃতীয় টেস্ট- ১৭-২১ ডিসেম্বর, ২০২৫; অ্যাডিলেড
- চতুর্থ টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, ২০২৫; মেলবোর্ন
- পঞ্চম টেস্ট- ৪-৮ জানুয়ারি, ২০২৬; সিডনি