সিডনি: অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা হয়নি মহম্মদ শামির। এখনও পুরোপুরি ফিট নন দেশের তারকা পেসার। তাই তাঁকে ছাড়াই বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। শামির না থাকাটা যে ভারতীয় দলের জন্য বিরাট বড় ক্ষতি তেমনটাই মনে করেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড। তিনি বলেন, ''ভারতীয় দলে মহম্মদ শামি না থাকায় ভারতের বড় ক্ষতি হয়েছে। আমাদের ব্যাটারেরা বলেছে ও কত ভয়ঙ্কর বোলার। একটা নির্দিষ্ট লাইন ও লেংথে শামি বল করে। জসপ্রীত বুমরার সঙ্গে ওর জুটি খুব ভয়ঙ্কর। শামি না থাকায় কিছুটা হলেও আমাদের সুবিধা হয়েছে।''
অস্ট্রেলিয়া সফরে এবার দেখা যাবে বুমরা, সিরাজদের সঙ্গে আকাশ দীপ, হর্ষিত রানাদের। রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার, নবদীপ সাইনিরা। ম্য়াকডোনাল্ড কিন্তু সমীহ করছেন নতুন মুখদেরও। আগের ২ বার বর্ডার গাওস্কর ট্রফি অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে ভারত। অজি কোচ বলছেন, ''আগের ২ বার কি হয়েছে আমরা নিজেরাই দেখেছি। শামি নেই। কিন্তু ওঁর পরিবর্ত বোলারদের নিয়ে ভারতে আসছেন তাঁরা। আমাদের ওঁদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। ওঁদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার রাতে ভারতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটি বর্ডার গাওস্কর ট্রফির দল ঘোষণা করেছেন। সেখানে নতুন মুখ বেশ কয়েকজন থাকলেও সাম্প্রতিককালে অন্যতম সফল পেসার মহম্মদ শামির নাম নেই। শামির ফিটনেস নিয়ে সংশয় থাকাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন সকলে।
গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। এরপরই গোড়ালির অস্ত্রোপচারের জন্য ছিটকে যান তিনি। মাঠের বাইরেই রয়েছেন গত প্রায় ১১ মাস ধরে। এরই মধ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসার। আশা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই তিনি মাঠে ফিরতে পারেন। তবে সেটা হয়নি। অস্ট্রেলিয়া সফরেও তিনি জাতীয় দলের বাইরেই থেকে গেলেন।
এরপরই শামি ইনস্টাগ্রামে লিখেছেন, 'প্রত্যেক দিন নিজের সেরাটা দিচ্ছি আর বোলিংয়ে উন্নতি করছি। ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করায় আরও মনোযোগ দিতে চাই। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলতে চাই। সমস্ত ক্রিকেট প্রেমী আর ভারতীয় বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করছি। খুব তাড়াতাড়ি লাল বলের ক্রিকেট খেলব।'