দুবাই: ১১ দিনে অ্যাশেজ় জয়ের পর ১০০ শতাংশ রেকর্ড নিয়ে অস্ট্রেলিয়া চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2027) টেবিলে একেবারে শীর্ষে ছিল। অ্যাডিলেডে চতুর্থ টেস্ট হারে সাময়িক ধাক্কা খেলেও, সিডনিতে পঞ্চম টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া নিজেদের দাপট অব্যাহত রাখল, আর চাপ বাড়ল ভারতের (Indian Cricket Team)।
অস্ট্রেলিয়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আট টেস্টের সাতটিতে জিতেছে। প্যাট কামিন্সদের দখলে বর্তমানে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ পয়েন্ট রয়েছে। ভারত বর্তমানে অনেকটাই পিছিয়ে। শুভমন গিলের দলের দখলে মাত্র ৪৮.১৫ শতাংশ পয়েন্ট রয়েছে। তাঁরা এই তালিকায় আপাতত ছয় নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতের রাস্তা যে বর্তমানে বেশ কঠিন তা বলাই বাহুল্য।
ভারতীয় দল ২০২৩ সালে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছিল। তাছাড়া অপর কোনও দল কখনও ৬৫ শতাংশের কম পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছয়নি। সেই শতাংশকে বেঞ্চ মার্ক ধরলে ভারতীয় দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বাকি নয়টি টেস্টের আটটিতে জিততে হবে অথবা অন্তত সাতটি ম্য়াচ জিতে দুইটি ম্যাচ ড্র করতে হবে। ভারত সাত ম্যাচ জিতেও যদি দুই ম্য়াচ হারে, তাহলে ভারতের দখলে ৬২.৯৬ শতাংশ পয়েন্টই থাকবে।
২০২৩ সালের মতো পয়েন্ট পেতে হলেও টিম ইন্ডিয়া আর বাকি নয় টেস্টের মধ্যে দুইটির বেশিতে পরাজিত হতে পারবে না। তবে পাঁচটি ম্যাচ জিতে বাকি চারটি ড্র করলে তখন ভারত সেই ২০২৩ সালের পয়েন্ট টপকে যাবে। মোটের ওপর ভারতের বর্তমান পরিস্থিতি যে বেশ জটিল তা বলাই বাহুল্য। বর্তমানে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ভারতকে তাঁদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গেই ফের একবার ফাইনালে পৌঁছনোর পথে অগ্রসর।
রামধনুর দেশের আর মাত্র একটি সিরিজ় ঘরের বাইরে খেলতে হবে আর ঘরের মাঠে তো তেম্বা বাভুমার দল এখনও নামেইনি। তাই আপাতত এই দৌড়ে তাঁরা বেশ ভাল জায়গায়। তবে প্রোটিয়াভূমে অস্ট্রেলিয়া সফর করবে আর অজ়িরা ভারতের বিরুদ্ধেও টেস্ট খেলবে, তাই সেই সিরিজ়গুলির ম্যাচগুলির ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। গিলরা এবার এই কঠিন চ্যালেঞ্জ সামলে ভারতকে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।