সিডনি: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু অজি শিবির পাবে না প্যাট কামিন্সকে। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাতে দেখা যাবে মিচেল মার্শকে। এমনকী চোটের জন্য অ্যাশেজেও হয়ত খেলতে পারবেন না ডানহাতি অলরাউন্ডার। কামিন্স বলছেন, ''গত সাত-আট বছর ধরে অ্য়াশেজে আমি টানা খেলেছি। গ্রীষ্মের মরশুমটা টানা খেলেছি আমি। কিন্তু জশ হ্যাজেলউড অনেক আনলাকি ছিল। বেশ কিছু সময় চোটের জন্য ও খেলতে পারেনি। এবার ওর সামনে বড় সুযোগ। পুরো সিরিজে খেলতে পারবে। আমিও অ্য়াশেজে খেলার জন্য মুখিয়ে ছিলাম। এমনকী ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলার ইচ্ছে ছিল। কিন্তু কিছু করার নেই। যদি ভারতের বিরুদ্ধে খেলতে পারলে খুব ভাল হত।''

Continues below advertisement

প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন জ্যাভিয়ের বার্টলেট। একাদশেও হয়ত জ্যাভিয়ের বার্টলেটই সুযোগ পাবেন। বাঁহাতি মিচেল স্টার্ক রয়েছে দলে। বেন ডরসহুইসের বদলে জ্যাভিয়ের বার্টলেটকে সুযোগ দেওয়া হতে পারে। 

প্যাট কামিন্স এখনও পর্যন্ত ভারতে বিরুদ্ধে ২১টি ওয়ান ডে ম্য়াচে খেলে ২৮ উইকেট নিয়েছেন। একবার ইনিংসে পাঁচ উইকেট ও একবার ইনিংসে চার উইকেট নিয়েছেন।

Continues below advertisement