মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে লজ্জার হার। ১-৩ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া করতে হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত রোহিক-বিরাটের অবসর চাইছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমনকী অনেকেই কোচ গৌতম গম্ভীরকে টেস্ট ফর্ম্যাট থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। তবে আপাতত যা শোনা যাচ্ছে যে নিজের চাকরি বাঁচিয়ে দিয়েছেন গম্ভীর। এমনকী এই মুহূর্তেই দলের ২ সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও কড়া পদক্ষেপ নিচ্ছে না বোর্ড।  আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি তো অবশ্যই, এমনকী ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজেও রোহিত ও বিরাটকে দলের রাখতে পারে বোর্ড। 


সংবাদসংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা নাম না প্রকাশ করে জানিয়েছেন, "ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ পারফরম্য়ান্স করেছে এটা সত্যি। কিন্তু একজন কোচকে এভাবে সরানো যায় না। একটা সিরিজে ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের জন্য় কোচ কী করবে? গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আগামীতেও দায়িত্ব সামলাবেন। এমনকী বিরাট ও রোহিতকেও আমরা ইংল্যান্ড সিরিজ পর্যন্ত দলে রাখার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছি প্রায়। অবশ্যই ওঁদের পারফরম্য়ান্সের একটা রিভিউ হবে। কিন্তু তবুও এখনই কাউকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে না।''


কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা দারুণ করেছিলেন। পারথে শতরান হাঁখিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু এরপর থেকেই খারাপ ফর্ম অব্যাহত। মোট ১৯০ রান করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে এবার। ৬ বার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়ন ফিরেছেন। রোহিত তো তিন ম্য়াচে মাত্র  ৩১ রান করেছিলেন পঞ্চম টেস্টের আগে পর্যন্ত।


গত এক দশকের ওপরে রোহিত ও বিরাট দুজনেই ভারতীয় ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সঙ্গী ও কারণ। এমনকী গত ওয়ান ডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুজনের ব্য়াট দারুণ চলেছিল। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই দুজনে ফ্লপ। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে দল জিতলেও দুজনের ব্যাটে রান ছিল না। তবে নির্বাচকরা ধীরে চলো নীতি নিতে চাইছে রোহিত ও বিরাটের জন্য।


আপাতত যা খবর, আগামী ১১ ফেব্রুয়ারি মুম্বইয়ে একটি বৈঠকে বসবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেখানেই হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজ ও চ্যাম্পয়ন্স ট্রফির দল ঘোষণা হবে। সূত্রের খবর, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামিকে সাদা বলের ফর্ম্য়াটের জন্য আপাতত ভাবা হচ্ছে না।