সিডনি: প্রথম ২ টেস্টে হার। পরের ২ টেস্টে জিতলেও বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) নিজেদের দখলে রাখতে পারবে না অস্ট্রেলিয়া শিবির। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরে গেলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সূত্রের খবর, ব্য়ক্তিগত কারণের জন্য দেশে ফিরলেন অজি অধিনায়ক। গতকাল টেস্টে হারের পর ব্য়াটারদের দুষেছিলেন অজি অধিনায়ক। তিনি বলেছিলেন, ''ভারতে রান করার উপায় খুঁজতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। ক্রস ব্যাটে শট খেলতে গিয়েই উইকেট খুঁইয়েছি আমরা। অন্য কোনও ভাবে রান তোলা উচিত ছিল।'' এবার আচমকাই দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার খুব ভোরেই নাকি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন কামিন্স। 


সূত্রের খবর, পরিবারের কোনও সদস্য আচমকা অসুস্থ হয়ে গিয়েছেন, তার জন্যই নাকি কামিন্স দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তৃতীয় টেস্টের আগে তিনি ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। যদি একান্তই তিনি না ফিরতে পারেন, তবে স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে ছয় উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) নিজেদেরই দখলে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় দল। চার ম্যাচের সিরিজে ভারতীয় দল (Team India)বর্তমানে ২-০ এগিয়ে রয়েছে। নিজের শততম টেস্টে ভারতের হয়ে উইনিং শটটি মারেন চেতেশ্বর পূজারাই (Chetesthwar Pujara)। খুব বড় রানের ইনিংস খেলত না পারলেও দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন পূজারা।


ম্যাচের বিবরণ


দিনের শুরুতেও কেউ ভাবেনি যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলার মোড় এতটা ঘুরে যাবে। বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। একই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের ক্রমতালিকায়ও শীর্ষে উঠে এলে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেল রোহিতের ভারত। 


মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের কে এল রাহুলের উইকেট হারায় ভারত। খাতা খোলার আগেই ফিরে যান রাহুল। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত ভাল শুরু করেছিলেন। ২০ বলে ৩১ রান করে যখন ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, সেই সময়ই  পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় হিটম্যানকে। বিরাট কোহলিও ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে পূজারা শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। তিনি ৩১ রানে অপরাজিত থাকেন।