পারথ: অ্য়াশেজের ইতিহাসে মাত্র ২ দিনে ম্য়াচ শেষ, এমনটা এর আগে কখনও হয়নি। পারথ টেস্ট শেষ হয়ে গিয়েছে মাত্র ২ দিনে। ম্যাচ বল হাতে ১০ উইকেট ঝুলিতে পুরেছিলেন তারকা অজি পেসার। ২০৫ রান তাড়া করতে নেমে অজি তারকা মাত্র ৬৯ বলে ঝোড়ো শতরান হাঁকান। যার সঙ্গে সঙ্গে ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন বাঁহাতি অজি ব্যাটার।

Continues below advertisement


অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর ৬৯ বলে শতরান হাঁকান। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন হেড। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান হেড। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ম্য়াচের চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ট্রাভিস হেড। একই সঙ্গে ট্রাভিস হেডের এই ইনিংসটি অ্য়াশেজ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন অজি ব্যাটার।



ব্যাট হাতে এদিনের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। তবে খুব বিরাট কিছু না হলে অজ়ি দলের দশম উইকেটের পার্টনারশিপ যে খুব দীর্ঘায়িত হবে না, তা বোঝাই যাচ্ছিল। ন্যাথান লায়ন এবং ব্র্যান্ডন ডগেট ছয় ওভারের খানিকটা বেশি ব্যাট করলেও, গতকাল রাতের রানের সঙ্গে মাত্র নয় রানই যোগ করতে পারেন তাঁরা। ১৩২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। এই পিচে এই রানের লিড একেবারেই মন্দ নয় বলে বিশেষজ্ঞরা দাবি করছিলেন।


পারথে অজ়িদের জয়ের প্রধান দুই কারিগর মিচেল স্টার্ক ট্র্যাভিস হেডজয়ের জন্য চ্যালেঞ্জিং পিচে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার ২০৫ রানের প্রয়োজন ছিল। অনেকেই মনে করেছিল লড়াইটা টানটান হবে। তবে সব হিসেবনিকেশ উল্টে পাল্টে দেন হেড। তাঁর শতরানে ভর করে মাত্র ২৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে কাঙ্খিত ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া দল।



এই জয়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের আধিপত্য বজায় রেখেছে । WTC ২০২৫-২৭ বৃত্তে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তাদের চারটি ম্যাচ জিতেছে, যার পরে তাদের পয়েন্টের শতাংশ ১০০ । অস্ট্রেলিয়া এখনও বাকি দলগুলির থেকে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের জন্য সমস্যা বাড়ছে, তারা এখনও পর্যন্ত বর্তমান চক্রে ৬টি ম্যাচ খেলে মাত্র ২টি টেস্টে জয় পেয়েছে। ইংল্যান্ড বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ইংল্যান্ডের পয়েন্টের শতাংশ এখনও মাত্র ৩৬.১১।