লন্ডন: টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket A) ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০২৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি ঐতিহাসিক টেস্ট ম্য়াচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্ন বর্ষপূর্তির সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই এই ঐতিহাসিক টেস্ট আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়েছে। ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যে। ১৯৭৭ সালে শতবর্ষীয় টেস্টে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। কাকতালীয়ভাবে ১৮৭৭ সালে দু দলের প্রথম যে টেস্ট খেলা হয়েছিল, সেই ম্যাচেও ৪৫ রানে জিতেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।


উল্লেখ্য, ১৮৭৭ সালে বিশ্ব ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এবার তাই ১৫০ বছর পূর্তির ঐতিহাসিক টেস্ট ম্যাচটিও এমসিজিতেই আয়োজন করা হবে। এছাড়া বক্সিং ডে টেস্ট ম্যাচ আগামী ২০৩০-৩১ মরশুম পর্যন্ত মেলবোর্নেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। 


পুরনো ঐতিহ্য বজায় রেখে বছরের প্রথম টেস্ট সিডনিতেই আয়োজন করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০৩০-৩১ মরশুম পর্যন্ত দেশের মায়িতে সিডনিতেই বছরের প্রথম টেস্ট খেলবে অজি শিবির। এদিকে আগামী ৭ বছর অ্যাডিলেড ওভালে ক্রিসমাস ডে টেস্ট খেলা হবে। দিন রাতের ম্যাচও হতে পারে।


উল্লেখ্য, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দলের মধ্যে টেস্ট সিরিজকে অ্যাশেজ সিরিজ বলা হয়। বিশ্ব ক্রিকেটে এই সিরিজের মাহাত্ম্য দুই দলের কাছেই বিশাল। বর্ডার গাওস্কর ট্রফির মতই ক্রিকেট বিশ্বের অন্যতম সম্মানজনক সিরিজ অ্যাশেজ। দুই দলের ক্রিকেটাররা বলে থাকেন, বিশ্বকাপ জয়ের থেকে অ্যাশেজ জয় বেশি সম্মানের তাদের কাছে। 


এদিকে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। ২০০৮ সালে ডাম্বুলাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ বছর আগে আজকের দিনেই প্রথমবার দেশের জার্স পরে মাঠে নামেন বিরাট। ২০১০ সালে টি টোয়েন্টি ও ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কিং কোোহলির। বিরাট কোহলি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। মোট ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ান ডে ও ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টের ১৯১ ইনিংসে কোহলি ৪৯.১৫ গড়ে ৮৮৪৮ রান করেছেন। কিং কোহলি টেস্টে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন।ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।