মুম্বই: কিং কোহলি। চেস মাস্টার। কিং। এমন হাজারো নাম তাঁর। ভারতীয় ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। আজ ১৮ আগস্ট বিরাটের কেরিয়ারে ভীষণ স্পেশাল একটা দিল। আজ থেকে ১৬ বছর আগে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেদিনের ম্য়াচে ডাম্বুলাতে প্রথমবার ভারতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন বিরাট। প্রথমে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হয় কোহলির। এরপর ২০১০ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে টেস্ট ফর্ম্য়াটে অভিষেক হয় ডানহাতি ব্যাটারের। এরপর আর তিন ফর্ম্যাটের ক্রিকেটে কোনও ফর্ম্য়াটেই পেছনে ফিরে তাকাতে হয়নি কোহলিকে।


বিরাট কোহলি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। মোট ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ান ডে ও ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টের ১৯১ ইনিংসে কোহলি ৪৯.১৫ গড়ে ৮৮৪৮ রান করেছেন। কিং কোহলি টেস্টে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন।ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।


এছাড়া ওয়ান ডে ফর্ম্য়াটে ২৮৩ ইনিংসে ৫৮.১৮ গড়ে ১৩,৯০৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫০টি সেঞ্চুরি ও ৭২টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৭ ইনিংসে ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন ও ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান রয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন বিরাট। 


২০১১ সালে বিরাট ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই টুর্নামেন্টে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই দলেরই তরুণ সদস্য ছিলেন। ধোনির পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বিরাট। ২০২১ সালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানান।  


বিরাট কোহলি বর্তমানে দেশের বাইরেই রয়েছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর দীর্ঘদিন ধরেই বিদেশে রয়েছেন বিরাট ও অনুষ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেও কোহলি ও অনুষ্কাকে লন্ডনের রাস্তায় দেখা গিয়েছে। একসঙ্গে নামকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে। ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ় খেলে কোহলি আবার লন্ডনেই ফিরে গিয়েছেন। লন্ডনের রাস্তাতেই বিরাট কোহলিকে এক ভাইরাল ভিডিওতে হাঁটতে দেখা গিয়েছে। তিনি অবশ্য সেখানে একাই ছিলেন। অনুষ্কা বা তাঁর দুই সন্তানকে সেই ক্লিপে দেখা যায়নি।