পারথ: আগামীকাল ২১ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে চলেছে ২০২৫ সালের অ্য়াশেজ। পারথে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। আর সিরিজেই নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে মিচেল স্টার্কের সামনে। আর মাত্র তিনটি উইকেট পেলেই নিজের অ্য়াশেজ কেরিয়ারে ১০০ উইকেটের মালিক হয়ে যাবেন স্টার্ক। অ্য়াশেজের ইতিহাসে প্রথম বাঁহাতি পেসার হিসেবে এই মাইলস্টোন ছোঁয়ার নজির গড়বেন অজি পেসার। 

Continues below advertisement

প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে মিচেল স্টার্কই অজি পেস অ্য়াটাকের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে রয়েছেন স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সব মিলিয়ে অ্য়াশেজের ইতিহাসে ২১ তম বোলার হিসেবে একশো বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন স্টার্ক। অস্ট্রেলিয়ার ১৩ তম বোলার হিসেবে এই মাইলস্টোন ছুঁতে চলেছেন স্টার্ক। 

পারথে প্রথম টেস্টে আর একটি উইকেট পেলেই স্টার্ক টপকে যাবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি জেফ থমসনকে। তিনি অ্য়াশেজে ২০ টেস্টে ৯৭ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি স্পিনার জনি ব্রিগস ৩১ টেস্টে ৯৭ উইকেট নিয়েছিলেন। স্টার্ক এই মুহূর্তে অ্য়াশেজে ২২ ম্য়াচে ৯৭ উইকেট নিয়েছেন। 

Continues below advertisement

পারথে আর ৪ উইকেট পেলেই টেস্টে উইকেট শিকারের নিরিখে ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্য়াম্ব্রোজকে টেক্কা দেবেন স্টার্ক। অ্য়াম্ব্রোজ ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। বাঁহাতি অজি পেসার ১০০ টেস্টে ঝুলিতে পুরেছেন ৪০২ উইকেট। একই সঙ্গে বাঁহাতি পেসার হিসেবে টেস্টে সর্বাধিক উইকেটের মালিক এখনও পর্যন্ত প্রাক্তন পাক কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি ১০৪ টেস্টে ৪১৪ উইকেট ঝুলিতে পুরেছেন। আসন্ন অ্যাশেজ সিরিজে আক্রমকে টেক্কা দিতে পারেন স্টার্ক।

উল্লেখ্য, কামিন্সের মতই চোটের শিকার জশ হ্যাজেলউড। তাঁকেও পারথে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যার জন্য দরজা খুলে গিয়েছে তরুণ পেসার ব্রেন্ডন ডগেট ও ব্যাটার জ্যাক ওয়েদারল্যান্ডের। দুজনেই টেস্ট অভিষেক করতে চলেছেন পারথেএছাড়া ওপেনিং পজিশনে দেখা যাবে উসমান খাওয়াজার সঙ্গে ওয়েদারল্যান্ডকে। তিন নম্বর স্লটে খেলবেন মার্নাস লাবুশেন। ক্যাপ্টেন স্টিভ স্মিথকে দেখা যাবে চার নম্বর পজিশনে খেলতে। পাঁচে নামবেন ট্রাভিস হেড। একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্য়ামেরন গ্রিনউইকেট কিার ব্যাটার হিসেবে দেখা যাবে অ্য়ালেক্স ক্যারিকেতিন পেসার মিচেল স্টার্ক, ডগেটঅভিজ্ঞ স্কট বোল্যান্ডএকমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন নাথান লিঁয়