IND vs AUS Test Live: নাগাড়ে বৃষ্টি, জল থই থই চারিদিক, মাত্র ১৩.২ ওভারের পরেই বাতিল প্রথম দিনের খেলা

India vs Australia live updates: গাব্বায় ২০২১ সালে দুই দলের শেষ সাক্ষাতে, ৩৩ বছর প্রথম দল হিসাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছিল ভারত।

ABP Ananda Last Updated: 14 Dec 2024 12:17 PM

প্রেক্ষাপট

ব্রিসবেন: পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই একটি করে টেস্ট জিতেছে। তৃতীয় টেস্টে দুই দলেরই লক্ষ্য ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়া। আজ থেকে শুরু...More

IND vs AUS 3rd Test Live: ৯৮ ওভারের দিন!

প্রথম দিনে যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব মেকআপ করতে বাকি দিনগুলিতে খানিক আগেই খেলা শুরু হবে। প্রতিদিনই ৯০ ওভারের বদলে ৯৮ ওভার করে হওয়ার কথা।