ব্রিসবেন: আঠারো মাস আগে নিজের টেস্ট কেরিয়ারের ৩২ তম শতরানটি হাঁকিয়েছিলেন। এরপর থেকেই বারবার তীরে এসে তরী ডুবছিল। ভারতের বিরদ্ধে চলতি বর্ডার গাওস্কর ট্রফিতেও আগের চারটি ইনিংসে বড় রান আসেনি। কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন যে ফর্মে তিনি আছেন, কিন্তু বড় রান শুধু আসছে না। অবশেষে গাব্বায় নিজের টেস্ট কেরিয়ারের ৩৩ তম শতরানটি হাঁকালেন স্টিভ স্মিথ।
ভারতের বিরুদ্ধে এই নিয়ে কেরিয়ারের ১০ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন স্মিথ। কেরিয়ারের ৩৩ তম। বিশ্বের একমাত্র ব্যাটার স্মিথ, যিনি দুটো আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্টে দশ বা তার বেশি সংখ্যক শতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১২টি শতরান হাঁকিয়েছেন স্মিথ। টেস্ট কেরিয়ারে মোট ৯৮০০ রান পূরণ করে ফেললেন স্মিথ।
২০২৪ সালের শুরু থেকেই রীতিমত চাপে স্মিথ। ৫৩৬ দিনের শেষে অবশেষে সেঞ্চুরি এলে ঝুলিতে। অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে সেঞ্চুরি করার তালিকায় স্টিভ ওয়াকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন স্মিথ। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া ৩২টি শতরান হাঁকিয়েছিলেন টেস্টে। স্মিথ এখন ৩৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর আগে শুধু রয়েছেন বিশ্বজয়ী আরেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তাঁর ঝুলিতে ৪১টি শতরান ১৬৮ ম্য়াচে। স্মিথ সেখানে ১১২টি ম্য়াচ খেলেছেন মাত্র। ১০৩ ম্য়াচে ৩০টি শতরান রয়েছে ম্য়াথু হেডেনের। ৫২ ম্য়াচে ২৯টি শতরান রয়েছে ডন ব্র্যাডম্য়ানের।
১৯০ বলে ১০১ রানের ইনিংসে মোট ১০টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন স্মিথ। নিজের টেস্ট ডেবিউ করার পর থেকে মোট ২২ ইনিংস সময় নিয়েছিলেন। এবার ২৫ ইনিংস সময় নিলেন তিন অঙ্কের স্কোর করতে। মোট ৩৪৪টি আন্তর্জাতিক ম্য়াচে ১৬৫৬১ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক।
বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা সেভাবে হয়নি। কোনও উইকেট না হারিয়ে ২৮ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনশেষে চারশো পার করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ হল দ্বিতীয় দিনের খেলা। গোটা সাত উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তুলল অজ়িরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০৫/৭। ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক সাত রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। অস্ট্রেলিয়ার দিনে ভারতীয় দলের সমর্থকদের জন্য একমাত্র আনন্দের কারণ যশপ্রীত বুমরা । তারকা ফাস্ট বোলার পাঁচ পাঁচটি উইকেট নিলেন। তবে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ যে ম্যাচের রাশ অজ়িদের হাতেই তুলে দিয়েছেন, তা বলাই বাহুল্য।