কুয়ালা লামপুর: ছোটদের এশিয়া কাপে (Women's U19 Asia Cup) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একেবারে হেলায় হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India vs Pakistan)। নিজেদের বোলিং ইনিংসে কোনও সময়ই পাকিস্তানকে বড় রানের দিকে অগ্রসরই হতে দেয়নি ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট মাত্র ৬৭ রান তোলে পাকিস্তান। জবাবে আট ওভারও শেষ হওয়ার আগে মাত্র এক উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ২৯ বলে অপরাজিত ৪৪ রানের খেলায় জি কামিলিনিকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
বাঁ-হাতি স্পিনার ভারতের হয়ে অনবদ্য এক স্পেল করেন। নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ছয় রানের বিনিময়ে চার চারটি উইকেট নেন তিনি। পাকিস্তানের হয়ে ওপেনার কোমল খান চারটি বাউন্ডারিসহ ২৪ রানের একটি ইনিংস খেলেন বটে। তবে তা ছাড়া তেমন বলার মতো রান কেউই করেননি। ফাতিমা খান ও কুরাতুলাইন ছোট্ট একটি পার্টনারশিপে ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করেন বটে।
তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের বিরুদ্ধে বড় শট মারতে, রানের গতি বাড়াতে বিপাকে পড়ে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল। নিরন্তর ব্যবধানে উইকেট হারানোর ফলে বড় রানের দিকে কখনই তেমনভাবে অগ্রসর হতে পারেনি পড়শি দেশের মেয়েরা। জোশিথা ও পূর্ণিমাও বেশ ভাল বোলিং করেন।
জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্য একেবারেই খুব একটা কঠিন ছিল না। যদি ইনিংসের দ্বিতীয় বলেই তৃষা সাজঘরে ফেরেন। তবে প্রয়োজনীয় রান তুলতে ভারতীয় দলের খুব একটা বেশি সময় লাগেওনি। মাত্র ৭.৫ ওভারেই ৬৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। কামিলিনির বিধ্বংসী ইনিংস এবং সানিকা চালকের সহযোগিতা ভারতের হয়ে এক সহজ জয় সুনিশ্চিত করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া