সিডনি: কিছুদিন আগেই ঐতিহাসক বর্ডার গাওস্কর ট্রফি জিতেছেন। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ১০ বছর পর এই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজি শিবিরে খারাপ খবরের আশঙ্কা। ছিটকে যেতে পারেন প্যাট কামিন্স। গোড়ালির চোটের জন্য ছিটকে যেতে পারেন কামিন্স। বৃহস্পতিবাক ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এটুকু নিশ্চিত করে দেওয়া হয়েছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ২ ম্য়াচের টেস্ট সিরিজে কামিন্স খেলবেন না। রিহ্যাবে থাকবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে নির্বাচক মণ্ডলীর প্রধান জর্জ বেইলি এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। প্যাটের স্ক্যান রিপোর্ট দেখার পরই পুরো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেই মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঁর উপস্থিতির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা দিতে পারব।''
বর্ডার গাওস্কর ট্রফিতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। বল হাতে মোট ১৬৭ ওভার করেছেন পাঁচটি ম্য়াচে। মোট ২৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বেই খেতাব ঘরে তোলে অস্ট্রেলিয়া শিবির। এমনকী সেই বছরেই টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সের অস্ট্রেলিয়া দল। ভারতকে দুবারই ফাইনালে হারিয়ে দেয় তাঁরা।
ভারতের বিরুদ্ধে সিরিজে খেলার সময়ই ৩১ বছরের পেসার ৫০০ আন্তর্জাতিক উইকেট শিকারি হয়ে গিয়েছিলেন। সিডনিতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৫ রানে। নিজের ১৫.২ ওভারের স্পেলে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন কামিন্স। ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাকে ফিরিয়ে দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২১৪টি ম্য়াচ খেলেছেন কামিন্স। তাতে তিনি ৫০০ উইকেট নিয়েছেন। গড় ২৪.৪৫। ইকনমি রেট ৩.৭৬। তাঁর থেকে ভাল গড় অজি বোলারদের মধ্যে শুধু রয়েছে গ্লেন ম্য়াকগ্রার। প্রাক্তন কিংবদন্তি অজি পেসার ৩৭৫ ম্য়াচে ৯৪৮ উইকেট নিয়েছেন। গড় ২১.৭৫। সপ্তম অজি বোলার হিসেবে এই নজির গড়েছেন কামিন্স। তাঁর আগে রয়েছেন শেন ওয়ার্ন (৯৯৯), ম্য়াকগ্রা (৯৪৮), ব্রেট লি (৭১৮), মিচেল স্টার্ক (৬৯৯), মিচেল জনসন (৫৯০) ও নাথান লিঁয় (৫৬৯)।
টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৬৬ ম্য়াচে খেলতে নেমে মোট ২৮৯ উইকেট নিয়েছেন কামিন্স। ওয়ান ডে ফর্ম্য়াটে ৯০ ম্য়াচ খেলতে নেমে ১৪৩ উইকেট ঝুলিত রয়েছে অজি পেসারের। কুড়ির ফর্ম্য়াটে ৫৭ ম্য়াচে ঝুলিতে রয়েছে ৬৬ উইকেট।