সিডনি: ইংল্যান্ডের প্রতিভাসম্পন্ন তরুণ ব্যাটার হ্যারি ব্রুকের মধ্যে সচিন তেন্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন গ্রেগ চ্যাপেল। প্রাক্তন অজি কিংবদন্তি জানিয়েছেন যে ক্রিজে যখন হ্যারি ব্রুককে খেলতে দেখেন তিনি, তখন মাস্টার ব্লাস্টারের ছাপ থাকে ইংরেজ তরুণ ব্যাটারের মধ্যে। 

Continues below advertisement

২০২২ সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল হ্যারি ব্রুকের। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও খেলতে দেখা গিয়েছে ব্রুককে। সেখানে ধারাবাহিকভাবে যে স্কোরগুলো করেছেন ইংরেজ ব্য়াটার, তা হল ১৫৩, ৮৭, ৯, ১০৮, ১১১, ৮৯, ৫৪, ১৮৬। ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল সেখানেও দারুণ পারফর্ম করেছিলেন ব্রুক। টেস্ট ফর্ম্য়াটে ৫৭.৫৫ গড়ে ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক।

অ্য়াশেজের দামামা বেজে গিয়েছে। আগামী ২১ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, ''হ্যারি ব্রুককে দেখে আমি অভিভূত হয়েছি। টিভিতে ওকে দেখেছি। আমি ব্রুককে লাইভ খেলতে দেখতে চাই। অসাধারণ প্রতিভা ও। ব্রুকের রেকর্ডই ওর হয়ে কথা বলছে।''

Continues below advertisement

প্রাক্তন অজি তারকা বলছেন, ''ব্রুককে যখনই আমি টিভিতে দেখি, তখনই আমার সচিনের কথা মনে পড়ে। সচিন ওর কেরিয়ারের শুরুর দিকে যেভাবে খেলত, সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। মাঠের চারধারে খেলা ক্ষমতা রাখে ব্রুকও। খুব বেশি ডেলিভারি নেই, যেখানে রান করেনি দুজনে।''

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে নেমেছিলেন ব্রুকসিরিজের শেষে ব্রুক দু দল মিলিয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ৯ ইনিংসে ভারতের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে ৪৮১ রান করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। ঝুলিতে ছিল দুটো শতরান। একটি ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে ৯৯ রান করে আউট হয়েছিলেন লিডসে। সেই ম্য়াচটি ইংল্য়ান্ডউইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি ব্রুক জানিয়েছিলেন, "আমি জানি সামনেই অ্য়াশেজ রয়েছে। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের সিরিজ। কিন্তু আমি এখনও ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে বেরতে পারিনি। সেই ২৫ দিন অসাধারণ ছিল। দুর্দান্ত খেলা হয়েছে দুটো দলের। দুর্দান্ত একটা সিরিজ, যা অনেকদিন পরে আমি খেললাম।''

অ্য়াশেজে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যাবে স্টিভ স্মিথকে। চোটের জন্য খেলবেন না প্যাট কামিন্স। ইংল্য়ান্ড দলের নেতৃত্বে দেখা যাবে বেন স্টোকসকে।