সিডনি: দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এবারের আইপিএলে খেলছেন। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির পর আচমকাই খেলা স্থগিত করে দেওয়া হয়। স্টার্ক দেশে ফিরে গিয়েছেন। চলতি মরশুমে আর হয়ত অজি তারকা খেলতে নামবেন না আইপিএল। কিন্তু তার আগে হঠাৎ বিমানবন্দরে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এক ভারতীয় ক্রিকেট সমর্থকের সঙ্গে ক্ষোভের সুরে কথা বলছেন স্টার্ক। 

সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে স্টার্ক ব্যাগপত্র নিয়ে বিমান ধরার জন্য বিমানবন্দরে এসেছিলেন। এক ভারতীয় সমর্থক অজি পেসারকে দেখে মোবাইল ক্যামেরায় তা বন্দি করার চেষ্টা করেন। এমনকী স্টার্কের সামনে গিয়ে তাঁর নাম ধরে ডাকেন। কিন্তু অজি পেসারকে কেমন যেন ক্ষুব্ধ মনে হচ্ছিল। তিনি ক্যামেরা চালু দেখে তিনি বলে ওঠেন, 'গো অ্যাওয়ে'। অর্থাৎ সমর্থককে চলে যেতে বলেন সেখান থেকে। 

আইপিএলের মহানিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনও দল। অবিক্রিত থেকে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে আইপিএলের চূড়ান্ত পর্বে বিদেশি ক্রিকেটারদের না যোগ দেওয়ার সিদ্ধান্তের পর দরজা খুলতে শুরু করল বাংলাদেশের। সুযোগ পেলেন মুস্তাফিজুর।

যদিও বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন আর তারপর সে দেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়ার দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত ভালভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরক্ত হয়ে তাই দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাঁকে বদলি ক্রিকেটার হিসাবে ঘোষণা করার ঠিক কিছুক্ষণ আগেই বাঁ-হাতি ফাস্ট বোলার বাংলাদেশ দলের সঙ্গে আমিরশাহির উদ্দেশে উড়ে গিয়েছেন। ওপার বাংলার দল সেখানে ১৭ ও ১৯ মে দুইটি বিশ ওভারের ম্যাচ খেলবে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে বাংলা টাইগাররা ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত খেলবে, অর্থাৎ একেবারে আইপিএলের সময়কালেই এই ম্যাচগুলি হবে, তাই স্বাভাবিকভাবেই তাঁর রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা নিয়ে তৈরি হয়েছে জট।

 

এরই মধ্যেই আবারা মুস্তাফিজুরকে দলে নেওয়া দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠেছে। কোনও ক্রিকেটীয় কারণের কথা উঠে আসছে না। বরং তাঁর নেপথ্যে কিন্তু মুস্তাফিজুর। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন আর তারপর সে দেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়ার দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত ভালভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরক্ত হয়ে তাই দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং।