করাচি: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট হারতে হয়েছে। এবার দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন পাকিস্তান ক্রিকেটের তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam)। মুলতান টেস্টে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাবরকে দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখার। রবিবার, ১৩ অক্টোবর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা পাননি বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক প্যানেলই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। 


উল্লেখ্য, মুলতান টেস্টে পাঁচশোর ওপর রান বোর্ডে তুলেও হারতে হয়েছিল পাকিস্তানকে। আর সেই ম্য়াচে পাকিস্তানের যাঁরা যাঁরা পারফর্ম করতে পারেননি, তাঁদের মধ্যে সবার ওপরের দিকে ছিল বাবরের নাম। সূত্রের খবক, প্রাক্তন পাক অধিনায়ককে ফের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯ সালে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন বাবর। শুধু বাবরই নন। বাদ দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকেও। 


আগামী মঙ্গলবার ১৫ অক্টোর থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে। সূত্রের খবর, কোচ গ্যারি কার্স্টেন ও অধিনায়ক শান মাসুদের উপস্থিতিতেই বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম টেস্টের পর বাবরের খারাপ পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে প্রাক্তন পাক অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন শান মাসুদ। কিন্তু এটাও সত্যি যে ২০২২ সালের পর থেকে কোনও অর্ধশতরানও নেই বাবরের টেস্ট কেরিয়ারে। মুলতান টেস্টে মোট ৩৫ রান ছিল বাবরের সংগ্রহ। উল্লেখ্য, ভারতের মাটিতে হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার পরই বাবর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও চলতি বছরে ৩১ মার্চ সীমিত ওভারের ক্রিকেটে ফের নেতৃত্ব ফিরে পেয়েছিলেন। কিন্তু গত ১ অক্টোবর ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছেড়ে দেন ডানহাতি পাক ব্যাটার। 


পাকিস্তান নির্বাচক মণ্ডলীর সদস্য আকিব জাভেদ জানিয়েছেন, ''পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে আমরা বাবর, শাহিন, নাসিম ও সরফরাজকে বিশ্রাম দিয়েছি। আমরা নিশ্চিত এই বিশ্রাম এসব ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।''


দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মমতাজ, মির হামজা, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান, নোমান আলি, সঈম আয়ুব, সাজিদ খান, সলমান আলি, জাহিদ মেহমুদ