কলকাতা: তিনি বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সাংসদ। সদ্য প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।
তবে মাশরাফি বিন মুর্তজার (mashrafe mortaza) আর একটি পরিচয়ও রয়েছে। যে পরিচয় তিনি নিজে সবচেয়ে বেশি পছন্দ করেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মুর্তজা। তবে, অশান্ত বাংলাদেশে ছাড় পেলেন না মুর্তজাও। তাঁর বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হল। কোনওক্রমে পালিয়ে বাঁচলেন মুর্তজার বয়স্ক মা।
ক্রিকেট মাঠে বাংলাদেশের বিভিন্ন গৌরবের শরিক। ক্রিকেট ছাড়ার পরেও যিনি বাইশ গজ থেকে দূরে থাকতে পারেননি। গত ওয়ান ডে বিশ্বকাপের সময় তামিম ইকবাল বনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শাকিব আল হাসান সংঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। বিতর্কে জেরবার টাইগার্সরা। মুর্তজাই প্রথম বুঝেছিলেন যে, সংঘাত ধামাচাপা না দিলে দলের খেলায় তার প্রভাব পড়বে। তিনিই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী হাসিনার উপস্থিতিতে বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন মুর্তজা। তাতে যে কিছুটা হলেও কাজ হয়েছিল, মেনে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকেই।
তবে সেই মুর্তজাও বাংলাদেশে বিক্ষোভের আগুন থেকে রক্ষা পেলেন না। পদ্মাপারের দেশে খোঁজ নিয়ে জানা গেল, নড়াইলে একটি সুদৃশ্য বাড়ি তৈরি করেছিলেন মুর্তজা। ক্রিকেট থেকে তাঁর উপার্জিত অর্থেই সেই বাড়ি নির্মিত হয়েছিল। নড়াইলের সেই বাড়িতে থাকেন মুর্তজার মা। সেখানে সোমবার বিক্ষোভকারীরা আক্রমণ করেন। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের মা।
শোনা গেল, আওয়ামি লিগের টিকিটে সাংসদ হওয়া মুর্তজা ছাত্র আন্দোলনের গোটা ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি। যে কারণে তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল। বলা হচ্ছে, সেই কারণেই মুর্তজার বাড়ি আক্রান্ত হল।
বাংলাদেশের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ ও ২২০টি ওয়ান ডে ছাড়াও ৫৪টি টি-২০ ম্যাচও খেলেছেন মুর্তজা। বাংলাদেশের হয়ে ৩৯০টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর। ব্যাট হাতেও খেলেছেন অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। ব্যাটে ২৯৬১ রান রয়েছে মুর্তজার। ৪টি হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর।
তবে ক্রিকেটীয় নায়কও ছাড় পেলেন না বিক্ষোভের আঁচ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।