কলম্বো: নিয়ম ছিল। অথচ তা কার্যকর করা হল না। ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ওয়ান ডে সিরিজের নিয়ম নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। জয়ের সুযোগ থেকে বঞ্চিত করা হল রোহিত শর্মা (Rohit Sharma) কিংবা চরিথ আসালাঙ্কাদের?


ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। শ্রীলঙ্কার ২৩০ রান তাড়া করতে নেমে ভারত জেতার পরিস্থিতি থেকেও ২৩০ রানেই অল আউট হয়ে যায়। ম্যাচের কোনও ফয়সালা হয়নি।


যদিও, প্রকাশ্যে এসেছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে হওয়া একটি লিখিত চুক্তি (MOU)। সিরিজ শুরুর আগেই যা স্বাক্ষরিত হয়েছিল। যে নিয়মে বলা হয়েছে, ওয়ান ডে সিরিজে কোনও ম্যাচ টাই হলে সুপার ওভারে হবে ম্যাচের ফয়সালা। কিন্তু ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্যাচে সেই নিয়ম কার্যকর করা হয়নি। যা নিয়ে বিতর্ক।


প্রথমে অনেকে ভেবেছিলেন যে, টাইব্রেকার হিসাবে সুপার ওভারের নিয়ম প্রযোজ্য শুধু আইসিসি বা বহুদেশীয় টুর্নামেন্টের ক্ষেত্রে। যেখানে ফলাফল আবশ্যিক। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজেও সুপার ওভার নিয়ম প্রয়োগ করা যেত। ২০২৩ সালের আইসিসি প্রণোদিত নিয়ম অনুযায়ী। এই সফরের আগে ভারত ও শ্রীলঙ্কা - দুই দেশের ক্রিকেট বোর্ডের স্বাক্ষরিত মৌ-তেও সেই নিয়মের কথা বলা হয়েছিল।


গত বছরের ডিসেম্বরে আইসিসি-র ওয়ান ডে-র প্লেয়িং কন্ডিশনে বদল হয়। সেখানে ১৬.৩.১.১ নিয়মে বলা হয়েছে, যে কোনও ওয়ান ডে ম্যাচ টাই হলে যদি পরিস্থিতি বিরূপ, অর্থাৎ বৃষ্টি বা প্রাকৃতিক কোনও বিপর্যয় বিঘ্ন না ঘটায়, তা হলে সুপার ওভার করিয়ে ম্যাচের ফয়সালা করা যাবে।


সেই নিয়ম অনুযায়ী, 'যদি দুই ইনিংসের সমাপ্তির পর দেখা যায় দুই দলেরই রানসংখ্যা সমান, তাহলে সুপার ওভার খেলা হবে। সুপার ওভারও টাই হলে, ব্যতিক্রমী কোনও পরিস্থিতি তৈরি না হলে যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে আরও একটি করে সুপার ওভার খেলা চালানো হবে। একমাত্র যদি সুপার ওভার করার মতো পরিস্থিতিও না থাকে, তখনই ম্যাচ টাই হবে।'


কেন ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ম্যাচে সুপার ওভার করানো হল না, তা নিয়ে বিস্মিত সব পক্ষই। এই সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়ার কথা ছিল আইসিসি-র ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে, মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও রবীন্দ্র উইমালাসিরি, রিজার্ভ আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ও টিভি আম্পায়ার পল রাইফেলের। এখনও পর্যন্ত এ নিয়ে ম্যাচ অফিশিয়ালরা কোনও বিবৃতি দেননি। মনে করা হচ্ছে, এতে করে দুই দেশ ও ক্রিকেটভক্তদের একটি ফলাফল থেকে বঞ্চিত করা হল।





ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে ০-১ পিছিয়ে রয়েছে। তৃতীয় ম্যাচে যদি ফের টাই হয়? আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, সুপার ওভার হবে। এক সিরিজে দুবার ভুল করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।


আরও পড়ুন: চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, বহুদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগে ভাসলেন শামি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।