ধর্মশালা: স্পিনে নাস্তানাবুদ আফগানিস্তান (Afghanistan Cricket Team)। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে মাত্র ১৫৬ রানেই অল আউট হয়ে গেলেন রশিদ খানরা। বাংলা টাইগারদের হয় তিনটি করে উইকেট নেন শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন রহমানুল্লাহ গুরবাজ।


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশের বিরুদ্ধে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ ইনিংসের শুরুটা মন্দ করেননি। দুই ওপেনার ৪৭ রান যোগ করেন। দুইজনকেই বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। তবে এমন সময়ই বল হাতে তুলে নিয়েই বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক শাকিব। ইব্রাহিমকে ২২ রানে সাজঘরে ফেরান তিনি। রহমত শাহ ও রহমানুল্লাহ দ্বিতীয় উইকেটে ৩৬ রান যোগ করেন। তবে ফের একবার শাকিব বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেন।


 






 


একদিক থেকে গুরবাজ ক্রিজে টিকে থাকলেও, অপরদিক থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারায় আফগানরা। হাসমাতুল্লাহ শাহিদি ১৮ রানে আউট হন। শুরুতে শাকিবের পর বল হাতে দাপট দেখাতে শুরু করেন মহেদি হাসান মিরাজ। অর্ধশতরানের দোরগোড়ায় সাজঘরে ফিরতে হয় গুরবাজকেও। স্যুইপ মারতে গিয়ে ৪৭ রানে তিনি আউট হন। আজমাতুল্লাহ উমরজাই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করলেও, তাঁর ইনিংস থামে ২২ রানে।


শাহিদি আউট হওয়ার পর থেকে একের পর এক ওভারে নিরন্তর উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ফলে কোনওসময়ই তারা যে বড় রান করবে, তেমনটা মনে হচ্ছিল না। পরপর উইকেট হারিয়ে শেষমেশ ১৫৬ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। একসময় যেখানে তাঁদের স্কোর ছিল দুই উইকেটে ১১২ রান, সেখান থেকে কোনওক্রমে ১৫০ রানের গণ্ডি পার করেন রশিদ খানরা। ৪৪ রানের ব্যবধানে হারায় শেষ আট উইকেট। রশিদ নিজে নয় রান করেন। বাংলাদেশের হয় শাকিব ও মেহেদি তিনটি করে উইকেট নেন। শরিফুল নেন দুই উইকেট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচে খেলতে পারেন ডেঙ্গি আক্রান্ত গিল? আপডেট দিলেন কোচ দ্রাবিড়