মুম্বই: জাহির খান, আশিস নেহরার পরবর্তী সময়ে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। এমনকী বর্তমান সময়ে আকাশদীপ, মুকেশ কুমার, ময়ঙ্ক যাদব, অর্শদীপ সিংহ। একের পর এক পেস ব্যাটারি উঠে এসেছে ভারতীয় ক্রিকেটে। স্পিন বোলিং ডিপার্টমেন্টও শক্তিশালী হয়েছে কুলদীপ, চাহাল, বিষ্ণোইরা আসার পর। একটা সময় ছিল ভারতীয় ক্রিকেট ছিল ব্যাটিং নির্ভর। কিন্তু এখন সময় বদলেছে। দলের বোলিং ডিপার্টমেন্ট গোটা বিশ্বে দাপট দেখাচ্ছে। আর তাই ব্য়াটিং নির্ভর দল হিসেবে আর ভারতীয় ক্রিকেটকে যেন না ভাবা হয়, সেই বার্তাই দিলেন গৌতম গম্ভীর। রোহিত, সূর্যদের হেডকোচ বলছেন এখন ভারতীয় ক্রিকেটে বোলারদের স্বর্ণযুগ চলছে। 


নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ২ দল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টােয়েন্টিতে ক্লিন স্যুইপ করেছে টিম ইন্ডিয়া। দুটো সিরিজেই বোলাররা মুখ্য ভূমিকা নিয়েছেন। গম্ভীর বলছেন, "ব্যাটারদের জমানা এখন আর নেই। এখন পুরোটাই বোলারদের জমানা। ব্যাটিং নির্ভর ভাবনা চিন্তা এবার বদলাবার সময় এসেছে বলেই আমি মনে করি। ব্যাটাররা শুধু ম্য়াচটা কিছুটা নিজেদের দখলে আনতে পারে। যদি একটা দল হাজার রান করে তবুও কিছু হবে না, যদি বোলাররা ২০ উইকেট না নেয়। আমি সবসময় মনে করি ম্য়াচ জেতান বোলাররাই। একটা দলের বোলাররা ২০ উইকেট নিলে টেস্টে ৯৯ শতাংশ ক্ষেত্রে ম্য়াচ জয়ের সম্ভাবনা বেড়ে যায়।''


বিশ্বজয়ী প্রাক্তন বাঁহাতি ওপেনার বলেন, ''এটা টেস্ট বা অন্য যে কোনও ফর্ম্য়াট হোক। আমি মনে করি বোলাররাই ম্য়াচ জেতাতে সবসময় সাহায্য করে। এই জমানায় ব্য়াটারদের সঙ্গে সমানভাবে বোলারদেরও গুরুত্ব দিতে হবে। ওদের নিয়ে বেশি করে ভাবতে হবে। কথা বলতে হবে। এই মানসিকতা ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে।''


বেঙ্গালুরুতে সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'আমরা এমন একটা দল হতে চাই যারা টেস্টে একদিনে চারশো রান তুলতে পারে। আবার টেস্ট ম্যাচ বাঁচাতে ২ দিন ধরে ব্যাটও করতে পারে। এই মানিয়ে নেওয়াটা আয়ত্ত করতে হবে আমাদের। এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ড্রেসিংরুমে এমন ব্যাটার আছে যারা দুটোই করতে পারে। আমাদের সব সময় প্রধান লক্ষ্য হল ম্যাচ জেতা। তবে যদি কোথাও ম্যাচ বাঁচিয়ে ড্র করার মতো পরিস্থিতি তৈরি হয়, তা হলে সেটা সব সময় আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিকল্প।'