অ্যালবারি: শনিবার, ২৩ ডিসেম্বর এক আজব ঘটনার সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডারের ম্যাচে প্যাড, গ্লাভস না পরেই ব্যাট করতে নেমে পড়েন হ্যারিস রউফ। ম্যাচের ১৯তম ওভারে এই ঘটনাটি ঘটে।
মার্ক স্টেকেটে রান আউট হলে তড়ঘড়ি মাঠে নামতে হয় হ্যারিস রউফকে। তিনি ব্যাট, গ্লাভস হাতে নিয়েই ছুটে মাঠে নেমে পড়েন। ক্রিজে নেমেই গ্লাভস পরতে দেখা যায় তাঁকে। তবে প্যাড পরার সময় হয়নি তাঁর। এমন ঘটনা বিশ্বক্রিকেটে সচরাচর দেখা যায় না। রউফ যে তখনই ব্যাট করতে নামার জন্য প্রস্তুত ছিলেন না, তা বলাই বাহুল্য।। গোটা ঘটনায় মাঠে উপস্থিত ক্রিকেটার থেকে কমেন্ট্রিবক্সে থাকা ধারাভাষ্যকার, সকলেই হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা।
দিনকয়েক আগেই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। ভুল হেলমেট নিয়ে মাঠে নামার হেলমেট বদলাতে গিয়ে নির্ধারিত দুই মিনিটের মধ্যে তিনি স্ট্রাইক নিতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান আপিল করায় তাঁকে আউট দেন আম্পায়ার। এহেন তড়িঘড়ি করে মাঠে নামার আগে সেই ঘটনা কি রউফের মাথায় ঘুরপাক খাচ্ছিল? এর উত্তর অবশ্য কেবল তাঁর কাছেই পাওয়া যাবে।
রউফকে অবশ্য এদিন ব্যাট হাতে তেমন কিছু করতে হয়নি। তিনি একটি বলও খেলেননি। মেলবোর্ন স্টার্স ১৭২ রানেই অল আউট হয়ে যায়। স্টার্সের হয়ে বিউ ওয়েবস্টার একমাত্র স্টার্স ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেন। তিনি ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। জবাবে থান্ডারের হয়ে ক্যামেরন ব্র্যানক্রফ্ট এবং অ্যালেক্স হেলস দুরন্তভাবে ইনিংস শুরু করেন। দুই ওপেনার মাত্র সাত ওভারেই ৭৮ রান যোগ করে ফেলেন।
ব্যাটের পর বল হাতেও বিউ ওয়েবস্টার দুরন্ত পারফর্ম করেন। তিনি চার ওভারে ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। হ্যারিস রউফ কৃপণ বোলিং করেন। নিজের তিন ওভারে মাত্র ২০ রান খরচ করেন তিনি। তবে পাক তারকা ফাস্ট টবোলার কোনও উইকেট পাননি। হেলসের ৪০ ও ব্র্যানক্রফ্টের ৩০ রানের ইনিংসে ভর করে ১০ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নেয় থান্ডাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রোটিয়াভূমে অনবদ্য ব্যাটিং, আন্তঃদলীয় ম্যাচে মাত্র ৬১ বলে শতরান সরফরাজের