প্রিটোরিয়া: বক্সিং ডে, অর্থাৎ ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তাঁর আগে এক আন্তঃদলীয় ম্যাচ খেলার কথা ছিল ভারতের। সেই ম্যাচেই নিজের ঝোড়ো ব্যাটিংয়ে সকলের নজর কাড়লেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মাত্র ৬১ বলে সেঞ্চুরি হাঁকান ভারতের তরুণ ব্যাটার।


তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাননি সরফরাজ। রুতুরাজ গায়কোয়াড় আঙুলের চোটের কারণে ছিটকে গেলেও সরফরাজকে দলে ডাকা হয়নি। তবে তিনি ভারতীয় 'এ' দলে সুযোগ পেয়েছেন। তাঁর পাশাপাশি রজত পাতিদার, রিঙ্কু সিংহকেও 'এ' দলে ডেকে নেওয়া হয়েছে। 


 



 


এদিন বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি বিবৃতিতে রুতুরাজের চোটের কথা জানিয়ে দেওয়া হয়। রুতুরাজের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোর পেয়েছিলেন রুতুরাজ। আঙুলের সেই চোটই কাল হল তাঁর। আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার। 


বোর্ডের তরফ থেকে সরকারি বিবৃতিতে কিছু জানানো না হলেও, সূত্রের খবর টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ। তিনি ক্লান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয় জানিয়েছে। ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরোতি চাইছে ও।  আমরা ওর  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: শেষবেলায় বল হাতে হরমনপ্রীত জাদু, অজ়িদের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে