মুম্বই: ঘরোয়া ক্রিকেটের খোলনলচে বদলে ফেলার পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
২০২৪-২৫ মরশুমের জন্য রঞ্জি ট্রফিকে (Ranji Trophy) দুভাগে ভাঙা হল। দুই পর্বে খেলা হবে পরের রঞ্জি ট্রফি। চার সদস্যের ওয়ার্কিং গ্রুপের সুপারিশে এই পরিবর্তন। যে গ্রুপে রয়েছেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ, প্রধান নির্বাচক অজিত আগরকর ও বোর্ডের জেনারেল ম্যানেজার অ্যাবে কুরুভিল্লা। মতামত নেওয়া হয়েছে বিভিন্ন দলের কোচ ও অধিনায়কেরও। গত রঞ্জি ট্রফিতে আবহাওয়ার কারণে বেশ কিছু ম্যাচের ফলাফল হয়নি। বিশেষ করে পূর্ব ভারতে আয়োজিত ম্যাচগুলিতে। যা নিয়ে বিতর্ক হয়। সেটা দূর করতেই এই পদক্ষেপ।
গত মরশুমে রঞ্জি ট্রফি খেলা হয়েছিল জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। আগে হয়েছিল বিজয় হাজারে ট্রফি (ওয়ান ডে) ও সৈয়দ মুস্তাক আলি টি-২০। এবার অবশ্য রঞ্জি ট্রফি শুরু হবে অক্টোবর মাসে। পাঁচ সপ্তাহ ধরে লিগ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে সব দল। তারপর শুরু হবে সাদা বলের ক্রিকেট টুর্নামেন্ট। ১৮ জানুয়ারি বিজয় হাজারে ট্রফি শেষ হওয়ার পর রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ হবে। তারপর ৮ ফেব্রুয়ারি থেকে হবে নক আউট পর্ব। ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত হবে রঞ্জি ট্রফির ফাইনাল।
ক্রিকেটারদের সুরক্ষিত রাখার প্রয়াস হিসাবে দুটি রঞ্জি ম্যাচের মধ্যে ফারাক তিন দিন থেকে চারদিন করা হয়েছে। গত মরশুমে শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটার দুটি ম্যাচের মধ্যে ফারাক বাড়ানোর জন্য সওয়াল করেছিলেন। দ্রাবিড় নিজেও ক্রিকেটারদের মতামত গুরুত্ব দেওয়ার কথা বলেন। তারপরই ঘরোয়া ক্রিকেটে এই বদলের ভাবনা।
দলীপ ট্রফি থেকে আঞ্চলিক ফর্ম্যাট তুলে দেওয়া হচ্ছে। অনন্তপুরে ৫ সেপ্টেম্বর থেকে হবে দলীপ ট্রফি। অনেকেই দলীপ ট্রফির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরই আঞ্চল ভিত্তিক ফর্ম্যাট বাতিল করার পরিকল্পনা। ২০২২-২৩ মরশুমে ফের আঞ্চলিক ফর্ম্যাটে ফিরেছিল বোর্ড। যেখানে ৬টি অঞ্চল - উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বের দল তৈরি করে নিয়েছিল আঞ্চলিক কমিটি। এবার ঠিক হয়েছে জাতীয় নির্বাচকেরা চারটি দল বেছে নেবেন আর তাদের নিয়েই হবে দলীপ ট্রফি। মনে করা হচ্ছে, জাতীয় দলের রিজার্ভ বেঞ্চকে আরও সমৃদ্ধ করতেই এই পদক্ষেপ। টেস্ট মরশুমের আগে যাতে হাতে আরও ভাল বিকল্প থাকে। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পাশাপাশি পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল।
রঞ্জি ট্রফির এলিট পর্বে ৪টি গ্রুপে ৮টি করে মোট ৩২ দল রাখা হয়েছে। চার গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। বাংলা পড়েছে কঠিন গ্রুপে। যে গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। গ্রুপ সি-তে বাংলার সঙ্গে রয়েছে মধ্য প্রদেশ, কর্নাটক, হরিয়ানা, কেরল, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও বিহার। নক আউটে পৌঁছতে গেলে মধ্য প্রদেশ, কর্নাটক, হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাবের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করতে হবে লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের।
আরও পড়ুন: সুপার এইটে উঠতে পারবে না পাকিস্তান? বাবরদের তুলোধনা করে আশঙ্কাপ্রকাশ আক্রমের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।