নিউ ইয়র্ক: আমেরিকার (USA vs PAK) কাছে সুপার ওভারে হার গোটা পাকিস্তান ক্রিকেট সমাজকে এমন ধাক্কা দিয়েছে যে, নড়ে গিয়েছে প্রাক্তনীদের বিশ্বাসের ভিত। ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি সাফ বলে দিচ্ছেন, (T20 World Cup) নক আউট পর্বে যাওয়াই কঠিন হবে বাবর আজ়মদের জন্য।
পাক দলের পারফরম্যান্সে এতটাই বিরক্ত কিংবদন্তি পেসার যে, জানিয়ে দিচ্ছেন, এটা হার নয়, আত্মসমর্পণ। আক্রম বলেছেন, 'করুণ পারফরম্যান্স। হার জিত তো খেলার অঙ্গ। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়। পাকিস্তান ক্রিকেটের জন্য খুব খারাপ হল।'
বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা। এখান থেকে সুপার এইটের যোগ্যতা অর্জনই যে কঠিন হয়ে যাবে, আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন বাঁহাতি পেসার। স্টার স্পোর্টসের অনুষ্ঠানে আক্রম বলেছেন, 'এখান থেকে সুপার এইটে ওঠা কঠিন হয়ে যাবে। কারণ, এরপর আমরা ভারতের সঙ্গে (৯ জুন) খেলব। এছাড়া আরও দুটি ভাল দলের সঙ্গে খেলব (আয়ার্ল্যান্ড ও কানাডা)।'
আমেরিকা শুরুর দিকে উইকেট তোলায় পাকিস্তান সমস্যায় পড়ে গিয়েছিল বলে জানিয়েছেন আক্রম। তাঁর কথায়, 'ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে, শুরুর দিকে উইকেট তুলে নিয়েছে আমেরিকা। পাকিস্তানের একটা ছোট পার্টনারশিপ হয়েছিল বাবর ও শাদাবের মধ্যে। তারপর আর কেউই দাঁড়াতে পারেনি। ফিল্ডিংও খারাপ হয়েছে। খুব সাদামাটা ক্রিকেট খেলেছে পাকিস্তান।'
আক্রম নিজে বল হাতে ব্যাটারদের প্রাণ ওষ্ঠাগত করে তুলতেন। সেই তিনিই দেখছেন যে, জাতীয় দলে তাঁর উত্তরসূরিরা বল হাতে সুপার ওভারে ১৮ রান খরচ করছেন। আক্রমের কথায়, 'প্রথম ইনিংস দেখার পর সকলেই ভেবেছিলেন পাকিস্তান জিতবে। আমিও তাই ভেবেছিলাম। সুপার ওভারে ১৯ রানের লক্ষ্য দেওয়া মানে আসলে তা ৩৮ রান করার সামিল।'
আরও পড়ুন: গার্ড অফ অনার, উপহারের ভিড়, পুষ্পবৃষ্টি, বিদায় লগ্নে কেঁদে ফেললেন সুনীল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।