মুম্বই: গত কয়েক বছরে বিসিসিআইয়ের তরফে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও ঘরোয়া ক্রিকেট খেলা দুটো গ্রুপের ক্রিকেটারদের কথাই ভেবেছে বিসিসিআই। কিন্তু সূত্রের খবর, গত ৭ বছর ধরে বিসিসিআইয়ের প্য়ানেলে থাকা আম্পায়ারদের কোনও বেতনই বাড়ানো হয়নি। সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে যে প্রায় ১৮৬ জন আম্পায়ারকে মোট চারটি আলাদা আলাদা ক্য়াটাগরিতে ভাগ করা হয়েছে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে বিসিসিআইয়ের প্যানেলের অন্তর্ভূক্ত আম্পায়ারদের A+, A, B ও C এই চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ঠিক যেভাবে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও গ্রেডেশন রয়েছে, সেভাবেই গ্রুপ বিভাজন করা হয়েছে। ৯ জন রয়েছেন A+ গ্রুপে, ২০ জন রয়েছে A গ্রুপে, ৫৮ জন রয়েছেন B গ্রুপে ও C গ্রুপে রয়েছেন ৯৯ জন।
ম্য়াচ ফি-র অঙ্ক এখানে সর্বোচ্চ দুটো গ্রেডে যাঁরা যাঁরা রয়েছেন তাঁদের প্রতি দিন হিসেবে ৪০ হাজার টাকা পান। বি ও সি ক্যাটাগরিতে থাকা আম্পায়াররা পেয়ে থাকেন ৩০ হাজার টাকা করে প্রতি ম্য়াচ পিছু। বিসিসিআইয়ের আম্পায়ারদের কমিটি নাকি বেতন কাঠামো পুণর্গঠনের জন্য সুপারিশ করেছে সম্প্রতি। তাঁদের সুপারিশে জানানো হয়েছে যে চারটি ক্যাটাগরিকে কমিয়ে দুটো ক্যাটাগরিতে নামিয়ে আনা হয় যেন। আর সব আম্পায়ারদের জন্যই দৈনিক বেতন ৪০ হাজার টাকা করে করা হয় যেন। তবে বোর্ডের অ্য়াপেক্স কাউন্সিলে ওঠা এই প্রস্তাব এখনই কিছু কার্যকর হচ্ছে না। বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত রেখেছে। এই বিষয়ে পৃথক কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রঞ্জি ট্রফির প্রথম পর্ব ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির পর এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফি চলছে। এটি শেষ হওয়ার পর ফের রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে সিনিয়র উইমেন্স ওয়ান ডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্টও রয়েছে তালিকায়। এছাড়াও অনেকগুলো জুনিয়র পর্যায়ের টুর্নামেন্ট রয়েছে। তাই আপতত আম্পায়ারদের বেতন সংক্রান্ত ইস্যুতে কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বিসিসিআই, এমনটাই মনে করা হচ্ছে।
এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিই আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেটে। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা দুই তারকা ক্রিকেটারই অনেক বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমেছেন। আর প্রত্যাবর্তনেই দুজনেই একটি করে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যেই।