মুম্বই: দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। ভারতীয় ক্রিকেটের জন্য এই বছর ছিল সাফল্য-ব্যর্থতায় মোড়া। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বল হাতে সবেচেয়ে সফল যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কাকতালীয় ভাবে এই মুহূর্তে ২ জনই চোটের জন্য মাঠের বাইরে। বুমরা কিছুটা সেরে উঠলেও পন্থ গতকালই মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন।


টেস্ট ক্রিকেটে চলতি বছর ৭টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। ৬৮০ রান করেছেন বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। ৬১.৮১ গড়ে রান করেছেন পন্থ। ঝুলিতে রয়েছে ২টো শতরান। সর্বোচ্চ ১৪৬ রান করেছেন। অন্যদিকে যশপ্রীত বুমরা ৫ ম্যাচে মোট ২২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৪/৫। চলতি বছরে দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। 


দিল্লিতে আনা হবে পন্তকে?


গাড়ি দুর্ঘটনার পরে আপাতত দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্থ (Rishabh Pant)। গোটা ক্রিকেটবিশ্বই পন্থের দ্রুত আরোগ্য কামনা করছে। পন্থের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন দিল্লি ক্রিকেট সংস্থাও (ডিডিসিএ)। পন্থের অবস্থা পর্যবেক্ষণের জন্য ডিডিসিএ-র (DDCA) একটি দল ম্যাক্স হাসাপাতালে যাচ্ছে বলেই জানান সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনিই জানান প্রয়োজনে প্লাস্টিক সার্জারির জন্য পন্থকে নয়াদিল্লিতেও নিয়ে আসা হতে পারে। 


শ্যাম শর্মা বলেন, 'দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি দল দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ওর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে যাচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আমরা ওকে নয়াদিল্লিতে নিয়ে যাব। প্লাস্টিক সার্জারির জন্য ওকে দিল্লি উড়িয়ে নিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।' প্রসঙ্গত, পন্থকে দেখতে হাসপাতালে দুই বলিউড তারকা অনিল কপূর ও অনুম খেরও পৌঁছন। 


দুই তারকাই ঋষভ পন্থের ভক্ত এবং একজন অনুরাগী হিসাবেই তাঁরা পন্থকে দেখে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে আগ্রহী ছিলেন বলে জানান। অনুপম খেররা জানান তাঁরা পন্থের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে যথাসম্ভব হাসানোরই চেষ্টা করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে অনুপম খের বলেন, 'আমরা একজন অনুরাগী হিসাবেই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা হাসাপাতালের লবিতেই বসে ছিলাম। তখনই একজন ডাক্তার আমাদের দেখে চিনতে পারেন এবং পন্থের সঙ্গে আমাদের দেখা করার অনুমতিও দেন। আমরা মাস্ক পরে থাকায় প্রথমে আমাদের কেউই চিন্তে পারেননি। ওঁদের সঙ্গে দেখা করে আমরা ওঁদের যথাসম্ভব হাসানোর চেষ্টা করেছি।'