মুম্বই: সকাল থেকেই একটি খবর চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিল। এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে নাকি নাম তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই প্রকাশিত হয়েছিল 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ একটি প্রতিবেদনে। সেখানে জানানো হয়েছিল যে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপেও নাকি না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনকী পাকিস্তানকে একঘরে করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত কোনও টুর্নামেন্টেই নাকি মাঠে দল নামানো হবে না। যদিও বেলা গড়াতেই সেই প্রতিবেদনকে ভুয়ো বললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
টাইমস অফ ইন্ডিয়াকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে সাইকিয়া জানিয়েছেন, ''সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএল ও তার পরে ইংল্যান্ড সফর। এশিয়া কাপ বার সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত বোর্ড নিলে তা অবশ্য়ই জানানো হবে।''
চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল পাকিস্তান। কিন্তু ভারতের জন্য ফের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে খেলা হয়। ভারতের ম্য়াচগুলো দুবাইয়ে আয়োজিত হয়েছিল। সেখানেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
আরও পড়ুন: ডু অর ডাই ম্য়াচ পন্থদের, সম্মানরক্ষার লড়াই হায়দরাবাদের, আজ কখন, কোথায় দেখবেন এই মহারণ?