মুম্বই: আইসিসি (ICC) চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ (Jay Shah)? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পুত্রকে ঘিরে আচমকাই শুরু হয়েছে জল্পনা। 


জুলাই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র বার্ষিক কনফারেন্স। তবে সেখানে আলোচ্য সূচিতে পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা নেই। চেয়ারম্যান নির্বাচন হবে আগামী নভেম্বরে। সেই নির্বাচনে ফেভারিট প্রার্থী হতে পারেন জয় শাহ। যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত না হওয়ার পর বকলমে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাজকর্ম নিয়ন্ত্রণ করেন জয়ই। সে যতই প্রেসিডেন্ট হিসাবে রজার বিনি থাকুন না কেন। সমালোচকেরা বলে থাকেন, কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনিকে কাঠের পুতুল করে বসিয়ে রাখা হয়েছে। ক্ষমতা সম্পূর্ণভাবে জয় শাহর হাতেই। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর জয় শাহকেই সামনের সারিতে দেখা গিয়েছিল। বিনি পিছনেই ছিলেন।


শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে জয় শাহই চেয়ারম্যান হবেন। তিনি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসবেন। তবে জয় এখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা ছেড়ে আইসিসি-তে যাবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। আপাতত ১৯ থেকে ২২ জুলাই হবে কলম্বোর বৈঠক। প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। অর্থাৎ, প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে এখনও তিন মাস সময় রয়েছে জয় শাহর হাতে।


জয় শাহ ঘনিষ্ঠ মহলেও এখনও ইঙ্গিত দেননি যে, আইসিসি চেয়ারম্যান পদ নিয়ে তাঁর কী মনোভাব। গত ৪ বছর ধরে আইসিসি চেয়ারম্যান হিসাবে রয়েছেন নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থনও রয়েছে তাঁর দিকেই। তিনি আরও এক বছর চেয়ারম্যান থাকতে পারেন। আইসিসি-র সংবিধানে চেয়ারম্যানের মেয়াদ সংক্রান্ত নিয়মে বদল এসেছে। আগে ২ বছর করে সর্বোচ্চ তিনটি টার্মে সব মিলিয়ে ৬ বছর দায়িত্বে থাকতে পারতেন কেউ। এখন সেটাই তিন বছর করে দুটি টার্ম করা হয়েছে। জয় শাহ দায়িত্বে এলে তিন বছরের জন্য আসবেন। তারপর ২০২৮ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে ফিরে আসবেন। সেক্ষেত্রে তাঁর তিন বছরের কুলিং অফ পিরিয়ডও পার করে ফেলবেন। আইসিসি চেয়ারম্যান থাকলে সেটাকে ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে কুলিং অফ হিসাবেই ধরা হবে।


কারও কারও মতে, চেয়ারম্যান হলে আইসিসি-র সদর দফতর দুবাই থেকে মুম্বইয়ে সরিয়ে আনতে পারেন জয় শাহ। টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে খুশি নয় ভারতীয় বোর্ড এবং শোনা যাচ্ছে চেয়ারম্যান হলে ব্যাপক বদল আনতে পারেন জয় শাহ।


আরও পড়ুন: মেদিনীপুরের তরুণের কাছে সেরা উপহার বিশ্বজয়ী দলের সই করা জার্সি, কী বলেছেন প্রধানমন্ত্রী?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।