লন্ডন: ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন বেন স্টোকস অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে তাঁর দলকে দৃঢ়তার সঙ্গে সামলেছেন, নেতৃত্ব দিয়েছেন । ব্যাটে হোক কিংবা বলে, জ্বলে উঠেছেন দলের প্রয়োজনে । যদিও ওভালে সিরিজের শেষ টেস্টে চোটের জন্য তিনি খেলতে পারেননি । কিন্তু অনেকেই জানেন না যে, স্টোকসের জন্ম ইংল্যান্ডে নয়, বরং নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এই অলরাউন্ডার । তা হলে, কেন এই বেন স্টোকস নিউজিল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেন?

বেন স্টোকসের নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্ক

ইংল্যান্ড দলের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হয়েছিল । তাঁর মা-ও সেখানেই থাকতেন । নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকেই স্টোকস তাঁর ক্রিকেট জীবন শুরু করেছিলেন । কিন্তু স্টোকসের ১২ বছর বয়সে তাঁর পরিবার ইংল্যান্ডে চলে আসে । এর পরে ২০১০ সালে স্টোকসকে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে বিশ্বকাপ খেলার জন্য নির্বাচিত করা হয় । ইংল্যান্ডে আসার ছয় বছরের মধ্যেই তিনি পুরোপুরি ব্রিটিশদের মতো কথা বলতে শুরু করেন ।  

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পর বেন স্টোকস সিনিয়র দলেও জায়গা করে নিতে সফল হন । আজ স্টোকস ইংল্যান্ড ক্রিকেট দলের একজন সফল ক্যাপ্টেন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । সঙ্গে তিনি একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং বোলারও বটে ।

 

ভারতের বিরুদ্ধে সিরিজে দেখালেন দক্ষতা

ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস এই সিরিজের প্রথম চারটি ম্যাচে দাপট দেখিয়েছিলেন । স্টোকসের অধিনায়কত্বের সঙ্গে তাঁর বোলিং ও ব্যাটিংয়েও ধার দেখা গিয়েছে । স্টোকসের নেতৃত্বে প্রথম চারটির মধ্যে ইংল্যান্ড দুটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে । অন্যদিকে, স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডকে কেবল একটি ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল । স্টোকসের আহত হওয়ার কারণে পঞ্চম টেস্টে অলি পোপ দলের নেতৃত্বের দায়িত্ব নেন । কিন্তু ভারতীয় বোলাররা এই ম্যাচটি ইংল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নেন এবং সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেন শুভমন গিলরা । ওভালে শেষ ম্যাচে মাত্র ৬ রানে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে সিরিজ অমীমাংসিত রাখে ভারত।